বছর খানেক আগে থেকেই লোকসভা ভোটের প্রচার কার্যত শুরু করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। অসমের ডিব্রুগড়ে দাঁড়িয়ে এক জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জোর গলায় বললেন, "২০২৪ লোকসভা নির্বাচনে গোটা দেশে ৩০০টির বেশী আসনে জিতে ক্ষমতায় ফিরবে নরেন্দ্র মোদী সরকার। তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী।" পাশাপাশি সাহ দাবি করেন, অসমে ১৪টি-র মধ্য়ে ১২টি-তে জিতবে বিজেপি।" বাকি দুটি আসন শাহ এনডিএ-র শরিক দল অসম গণ পরিষদ ও ইউপিপিএলকে ছাড়ার কথা ইঙ্গিত করলেন। ২০১৯ লোকসভায় অসমে ৭টি আসনে জিতেছিল বিজেপি। এবার হিমন্ত বিশ্বশর্মার রাজ্য থেকে আর পাঁচটি আসন বাড়তে চলেছে বলে দাবি করেন শাহ।
এদিন, দুর্নীতি থেকে পরিবারতন্ত্র ইস্যু, উন্নয়নবিরোধী বলে কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন শাহ। রাহুল গান্ধীরও সমালোচনা করেন তিনি। আরও পড়ুন- শুক্রবার দু দিনের সফরে বাংলায় অমিত শাহ
প্রসঙ্গত, ২০১৯ লোকসভায় দেশজুড়ে ৩০৩টি আসনে জিতে ক্ষমতায় ফিরেছিল বিজেপি। শাহ ইঙ্গিত দিলেন এবারও তেমনটা হতে চলেছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, গতবারের মত বাংলা, ওডিশা, কর্ণাটক, রাজস্থান, বিহার, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে এত আসনে জিততে পারবে না বিজেপি। তবে তেলঙ্গানা ও উত্তর পূর্ব ভারতে আসন কিছু বাড়তে পারে পদ্ম শিবিরের। গুজরাট, দিল্লির মত রাজ্যে গতবার সব আসনে জেতায় এবার আর সেই সব জায়গায় আসন বাড়ানোর সুযোগ নেই বিজেপির।