আগামী ১৪ এপ্রিল, শুক্রবার বাংলা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বাংলা নববর্ষের প্রথম দিনটা পশ্চিম বাঙলাতেই থাকছেন শাহ। অসম সফর সেরে বাংলায় এসে দু দিন থাকবেন শাহ। পঞ্চায়েত নির্বাচনের আগে বঙ্গ বিজেপি-কে চাঙ্গা করতে আসছেন বিজেপি-র অলিখিত নম্বর টু। প্রশাসনিক কাজের পাশাপাশি রাজ্য বিজেপি নেতাদের সঙ্গেও বৈঠক করবেন শাহ। ২০২৪ লোকসভা বাংলা থেকে বেশী আসনে জেতার লক্ষ্যে রাজ্য বিজেপি নেতাদের রণনীতি ও প্রস্তুতি খতিয়ে দেখবেন শাহ।
২০১৯ লোকসভায় বাংলা থেকে রেকর্ড ১৮টা আসনে জিতেছিল বিজেপি। বাংলা কাঁপিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদী-অমিত শাহ। তবে ২০২১ লোকসভায় বারবার ছুটে এসেও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে ধরাশায়ী হয়েছিলেন মোদী-শাহরা। এবার দেশের সিংহাসন ধরে রাখতে বাংলায় ভাল করতে হবে বিজেপিকে। সেই প্রস্তুতি এখন থেকেই শুরু করেছে গেরুয়া শিবির। আরও পড়ুন-তৃণমূলের জাতীয় দলের মর্যাদা কেড়ে নিল নির্বাচন কমিশন, এনসিপি, সিপিআইও তকমা হারাল সর্বভারতীয় পার্টির
দেখন টুইট
Union Home Minister #AmitShah is all set to visit #WestBengal on April 14-15 as a part of the ongoing preparations for the 2024 Lok Sabha election.
Photo: File pic.twitter.com/SVzrj2UtvQ
— IANS (@ians_india) April 11, 2023
২০১৯ লোকসভার মত দারুণ ফল করতে বাংলা এসে মমতা সরকারের ওপর তোপ দাগবেন শাহ তা জানা কথা। রাজ্যে রাম নবমীর হিংসা থেকে দুর্নীতিতে জড়িয়ে তৃণমূল নেতা-মন্ত্রীদের জেল কাটার কথাও শাহ তুলবেন সেটা স্বাভাবিক। তবে বঙ্গ সফরে শাহ-র আসল চ্য়ালেঞ্জ হল রাজ্য বিজেপি নেতাদের চাঙ্গা করা। পঞ্চায়তে নির্বাচনের আগে দলীয় অন্তর্দ্বন্দ্ব, প্রার্থী বাছাইয়ে খোঁজ নেওয়া, প্রতিটি বুথে কর্মী থাকা নিশ্চিত করা সহ নানা কাজ খতিয়ে েদখবেন শাহ।