প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

বিজনোর: ৫ বছরের এক শিশুকন্যাকে (Girl Child) ধর্ষণ (Rape) করে ছুরি দিয়ে গলা কেটে (slit throat) মেরেই ফেলল ১৯ বছরের যুবক। পাশবিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিজনোরে (Bijnor)।

রবিবার পুলিশ জানায়, ১৯ বছরের ওই যুবক যখন ৫ বছরের ওই শিশুটিকে ধর্ষণ করার চেষ্টা করছিল তখন মেয়েটি চিৎকার করে কাঁদছিল। তা থামানোর জন্য অভিযুক্ত যুবকটি তার মুখ হাত দিয়ে চেপে ধরে ফের ধর্ষণ করে। এর ফলে মেয়েটি যখন কাঁদছিল তখন তার গলা কেটে খুন করে।

এপ্রসঙ্গে বিজনোরের অতিরিক্ত পুলিশ সুপার প্রভীন রঞ্জন সিং বলেন, শুক্রবার সন্ধ্যায় ফাঁকা একটি বাড়িতে ঘুড়ি ওড়াতে গিয়ে বাচ্চা মেয়েটির ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পায় কতগুলি ছোট ছেলে। তারপর তারাই পুলিশকে খবর দেয়।

তদন্তে নেমে পুলিশ খবর পায় এই পাশবিক ঘটনাটি ঘটিয়েছে ১৯ বছরের আমন খান। তারপর তাকে গ্রেফতার করে জেরা করতেই পুলিশের কাছে নিজের অপরাধের কথা স্বীকার ধৃত।

সে জানায়, মৃত মেয়েটির পরিবার তার পরিচিত ছিল। আর সে মাঝে মধ্যেই তাদের বাড়িতে যেত। সেই সুযোগে মেয়েটিকে একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে সে। এর ফলে মেয়েটি যখন চিৎকার করে কাঁদছিল তখন গলা ছুরি কেটে দিয়ে তাকে খুন করে ধৃত। আরও পড়ুন: Meghalaya: কাটল জটিলতা! সরকার গঠনের জন্য NPP-কে সমর্থন জানাল UDP ও PDF