নতুন দিল্লি, ২২ জুন: থানায় ঢুকে ছয় পুলিশ কর্মীকে ছুরিকাঘাত এক ব্যক্তির। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে দিল্লির শাহদরা জেলার (Shahdara District) সাইবার ক্রাইম থানায় (Cyber Police Station)। পাঁচ পুলিশ আধিকারিক ও এক হোম গার্ড ছুরির আঘাতে জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিল্লি পুলিশের মুখপাত্র সুমন নালওয়া বলেছেন, "অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।" আরও পড়ুন: Sonia Gandhi: অসুস্থতা কাটেনি পুরোপুরি, ইডির দফতরে হাজির হতে আরও সময় চাইলেন সোনিয়া গান্ধী
As many as five policemen and one home guard were allegedly stabbed inside a police station in #Delhi, an official said.
According to the official, the incident took place afternoon when the accused persons arrived at the cyber police station in Shahdara district. pic.twitter.com/Y4W85YjVKy
— IANS (@ians_india) June 22, 2022
আহত পুলিশদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁকে দিল্লির এইমস ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে এবং বাকিরা বর্তমানে জিটিবি হাসপাতালে ভর্তি রয়েছেন। কী কারণে ওই ব্যক্তি হামলা চালাল, তা এখনও জানতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।