প্রতীকী ছবি (Photo Credits: PTI)

মুম্বই, ২৬ ফেব্রুয়ারি: নিজের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে চাইল্ড পর্নোগ্রাফির (child pornographic) ভিডিও ছবি আপলোড করে গ্রেপ্তার বছর ৪০-এর এক ব্যক্তি। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টানুসারে ওই ব্যক্তির গ্রেপ্তারির পিছনে রয়েছে মাদুরাই মহিলা পুলিশ থানা। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির পকসো আইন ও আইটি আইনে মামলা রুজু হয়েছে। বেশকিছু ধরেই শিশু পর্নে জড়িতদের গ্রেপ্তার শুরু করেছে তামিলনাড়ু পুলিশ। বেশ দ্রুততার সঙ্গে কাজ এগোচ্ছে। অনেক জায়গা থেকেই মধ্যবয়স্করা ধরা পড়েছে তবে মাদুরাইতে এই প্রথম কেউ চাইল্ড পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে ধরা পড়ল। আরও পড়ুন-J&K: গতির জের, উল্টোদিক থেকে আসা গাড়িকে পিষতে গিয়ে উল্টে গেল ট্রাক(দেখুন ভিডিও)

মার্কিন মুলুকে অবস্থিত সংস্থা ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেনের সঙ্গে এই শিশু পর্নোগ্রাফি ধরতে কাজ করছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। জানা গিয়েছে, গত পাঁচ মাসে ২৫ হাজার চাইল্ড পর্নোগ্রাফি সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এই চাইল্ড পর্নোগ্রাফি বন্ধের কাজে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে।