শ্রীনগর, ২৬ ফেব্রুয়ারি: সাতসকালেই পেঁয়াজ বোঝাই ট্রাক উল্টে গেল। আচমকাই এমন ঘটেনি, তীব্র গতির জেরে ট্রাকের চালক নিয়্ন্ত্রণ হারিয়েছিলেন। একেবারে বাজারের মধ্যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে ঘটতে রক্ষা পেল। উল্টোদিক থেকে আসা একটা চারচাকা গাড়িকে প্রায় পিষে দিল ট্রাক। ধোঁয়ায় ঢেকে গেল গোটা বাজার। পথচারী যে দু একজন রাস্তায় ছিলেন, আতঙ্কে সিঁটিয়ে গিয়ে এদিকে ওদিকে সরে গেলেন। চারচাকা গাড়িকে পিষতে পারেনি ট্রাক। গতির গেরোয় বেশ খানিকটা টেনে নিয়ে যায়। ততক্ষণে টাল সামলাতে না পেরে উল্টে গিয়েছে পেঁয়াজ বোঝাই ট্রাক। বাজারের ব্যবসায়ীরা প্রায় সবাই হই হই করে ছুটে গেলেন। দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও চারচাকা থেকে দুই চালককে উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, দুজনেরই আঘাত গুরুতর। তবে ভয়ের কিছু নেই। ভাগ্য সহায় বলতে হবে। এতবড় দুর্ঘটনার পরও দুজনেই প্রাণে বেঁচেছেন। গত রবিবার সকালে ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) জম্মু পাঠানকোট জাতীয় সড়কের উপরে। আরও পড়ুন- Bundi Bus Accident: রাজস্থা্নে বরযাত্রী বোঝাই বাস পড়ল নদীতে, এখন পর্যন্ত মৃত ২৪
#WATCH Jammu and Kashmir: An onion laden truck rams into a car and a bike after driver loses control of the truck while taking a turn on the Jammu-Pathankot National Highway in Samba. All the people involved in the incident sustained minor injuries. (23.02.20) pic.twitter.com/OiKd4MxUY6
— ANI (@ANI) February 26, 2020
দুদিন আগের পুরনো ঘটনা হলেও, রোমহর্ষক ভিডিওটি এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে গিয়েছে।