Supreme Court (Photo Credit: ANI/Twitter)

নতুন দিল্লি, ৯ জানুয়ারি: করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত সুপ্রিম কোর্টের (Supreme Court) অন্তত চারজন বিচারপতি (Judge)। এছাড়াও জানা গিয়েছে, ১৫০ জনেরও বেশি কর্মী হয় করোনা আক্রান্ত হয়েছেন অথবা কোয়ারান্টিনে রয়েছেন। আদালত সূত্রে খবর, সুপ্রিম কোর্টে মোট ৩২ জন বিচারপতি রয়েছেন। তাঁদের মধ্যে বৃহস্পতিবার দু'জন করোনা আক্রান্ত হয়েছেন। জ্বরে আক্রান্ত আরেকজন বিচারপতি মঙ্গলবার বিচারপতি আর সুভাষ রেড্ডির বিদায়ী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এরপরই তার কোভিড রিপোর্ট পজিটিভ আসে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি এনভি রমনা এবং অন্য চার সিনিয়র বিচারপতি অতিমারি পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করেন। তারপরই জানিয়ে দেওয়া হয়েছে, দু’সপ্তাহের জন্য সুপ্রিম কোর্টে বিচারক-আইনজীবীদের উপস্থিতিতে শুনানি হবে না। সব শুনানি হবে ভার্চুয়ালি। দু’সপ্তাহ পর পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্তের কথা জানানো হবে।

আরও পড়ুন: Memorial For Blackbucks: সলমন খানের হাতে হত্যা হওয়া কৃষ্ণসার হরিণের জন্য রাজস্থানে স্মৃতিসৌধ

সুপ্রিম কোর্টের মতোই কলকাতা হাইকোর্টও জানিয়ে দিয়েছে, আপাতত রাজ্যের সব আদালতেই শুনানি হবে ভার্চুয়ালি।