Fire. (Photo Credits: Twitter)

বারাণসী, ৩ অক্টোবর: যোগী রাজ্যে দুর্গাপুজোয় ভয়াবহ দুর্ঘটনা। সপ্তমীর রাতে নেমে এল চরম বিষাদ। উত্তরপ্রদেশের ভাদোহির আরুইয়ের পুলিশ স্টশন চত্বরে এক দুর্গাপুজোর প্যান্ডেলে ভয়াবহ আগুন। গতকাল, রবিবার সপ্তমীর রাত সাড়ে ৯টা নাগাদ তখন সেই প্যান্ডেলের ভিতর আরতি চলছিল। দুর্গাপুজোর সেই প্যান্ডেলের ভিতর আরতির কারণে ৩০০ মানুষের জনসমাগম। আচমকা দেখা যায় সেই প্যান্ডেলে ভয়াবহ আগুন। তারপর প্যান্ডেলের ভিতর থেকে আসে আর্তনাদ।

স্থানীয়রা উদ্ধার শুরু করেন। ৩৩ জনকে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় স্থানীয় বারাণসীর এক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। দমকল এসে প্যান্ডেলের আগুন নেভালোও তার আগেই বড় ক্ষতি হয়ে যায়। আরও পড়ুন-মুলায়ম সিং যাদবের শারীরিক অবস্থা সঙ্কটজনক, ভর্তি ICU-তে

দেখুন টুইট

এদিন সকাল খবর মেলে যোগী রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীর দুর্গাপুজোর প্যান্ডেলে আগুনের ঘটনায় ৩জন মারা গিয়েছেন। অগ্নিদগ্ধ হয়ে মৃতদের মধ্যে আছে ১০ ও ১২ বছরের দুটি ছেলে। এছাড়াও ৪৫ বছরের এক মহিলাও ঠাকুর দেখতে এসে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। ভাদোহির ডিএম গৌরাঙ্গ রাঠি এই খবর জানান। প্রাথমিক অনুমান শট সার্কিট থেকে আগুন লাগে। আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা প্যান্ডেলটিতে ছিল না বলেও জানা গিয়েছে।