নয়াদিল্লিঃ অবাক করা কাণ্ড। চলতি বছরের রেকর্ড বৃষ্টির সাক্ষী মরুরাজ্য রাজস্থান(Rajasthan)। আর এই বৃষ্টির জেরে এবার ভেঙে পড়ল রাজস্থানের বিখ্যাত দুর্গ। রবিবার ধসে পড়েছে আমের ফোর্ট(Amer Fort)-এর বিস্তীর্ণ অংশ। স্থানীয় সূত্রে খবর, বৃষ্টির জেরে আচমকাই ভেঙে পড়ে দীর্ঘ প্রাচীর। দুর্গের প্রায় ২০০ ফুট দীর্ঘ প্রাচীর ভেঙে পড়ে। রাজস্থানের মতো মরুশহরে প্রকৃতির এই তাণ্ডবলীলা আগে দেখেনি কেউ। তাই ছড়িয়েছ আতঙ্ক। উল্লেখ্য, বহু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী এই দুর্গ। ইতিমধ্যেই উদ্ধারকার্যে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ও সেনাবাহিনী। অন্যদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত রাজস্থানের অন্যান্য অংশ। জলমগ্ন হয়ে পড়েছে রাজ্যের বহু অংশ। বহু এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জলের তলায় বহু গ্রাম। ইতিমধ্যেই এলাকায় এলাকায় খোলা হচ্ছে ত্রাণ কেন্দ্র। কয়েকদিনের মধ্যেই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বিপর্যস্ত অঞ্চলগুলি পর্যবেক্ষণ করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
রাজস্থানে প্রকৃতির তাণ্ডবলীলা, ধসে পড়ল ঐতিহাসিক দুর্গ!
200-foot-long wall of Jaipur's Amer Fort collapses as heavy rain lashes several districts of Rajasthan, Watch videohttps://t.co/g6W4Zw8A7Z
— DNA (@dna) August 24, 2025