নয়াদিল্লিঃ রাজস্থানে (Rajasthan) ভয়াবহ দুর্ঘটনা(Accident)। জয়সলমের থেকে যোধপুরগামী বেসরকারি বাসে আগুন। অগ্নিকাণ্ডের জেরে ঝলসে মৃত্যু ২০ জনের। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। আহত বহু।জানা গিয়েছে, ৫৭ জন যাত্রী নিয়ে জয়সলমের থেকে যোধপুর যাচ্ছিল বাসটি। পথে জয়সলমের-যোধপুর জাতীয় সড়কে পৌঁছয়তেই বাসটির পিছনের অংশ থেকে ধোঁয়া বের হতে থাকে। চালক বাসটিকে থামালেও ততক্ষণে আগুন লেগে যায় গোটা বাসে। উদ্ধারকার্যে ছুটে আসেন পথচারীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে জয়সলমেরের জওহর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে সেখান থেকে ১৬ জনকে যোধপুরের মহাত্মা গান্ধী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, রাজ্যপাল হরিভাই বাগাড়ে-সহ প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা লেখেন, "এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানাই। আহতদের যথাযথ চিকিৎসায় সাহায্য করবে প্রশাসন। আর ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দফতরকে।"
চলন্ত বাসে আচমকা আগুন, ঝলসে মৃত্যু ২০ যাত্রীর, আহত বহু
#Rajasthan fire tragedy: Bus travelling from #Jaisalmer to #Jodhpur catches fire; casualties reported https://t.co/8XqW8Gjhcw
— The Times Of India (@timesofindia) October 15, 2025