কিটনাশক খেয়ে আত্মঘাতী ১৮ বছরের এক তরুণী। গত শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শাহরানপুরের চিলকানা এলাকায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অপমানে আত্মঘাতী হয়েছেন তিনি। আসলে তাঁর প্রেমিকের মৃত্যু হয়েছে কয়েকদিন আগেই। তারপরেই সে আচমকাই এই সিদ্ধান্ত নেয়। এদিন রাতে তরুণীর পরিবারের সদস্যরা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্তে শুরু করেছে তদন্তকারীরা।
অপমানে আত্মঘাতী তরুণী
পুলিশসূত্রে খবর, গত শুক্রবার অঙ্কিতার প্রেমিক মাহিলকে খুন করা হয়। বছর ২২-এর যুবকের পরিবার এই মৃত্যুর জন্য তাঁর পরিবারকেই দায়ি করে। দিনদুয়েক আগে এই খুনের অভিযোগের ভিত্তিতে তরুণীর দুই নাবালক ভাইকে গ্রেফতার করে। এই নিয়ে গত কয়েকদিন ধরেই অশান্তি চলছিল। আর সেই কারণেই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে আত্মঘাতী করেন অঙ্কিতা। যদিও এটা নিতান্তই আত্মহত্যা, নাকি খুন তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার তদন্ত করছে পুলিশ
এদিকে মেয়ের মৃত্যুর জন্য পাল্টা যুবকের পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি নাবালকদের ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন মৃতার পরিবার। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।