আহমেদাবাদ, ১০ ফেব্রুয়ারি: ফের পাকিস্তানি (Pakistan) মাছ ধরার নৌকা আটক করল বিএসএফ। ৯ ফেব্রুয়ারি থেকে গুজরাটের হরমি নাল্লার কাছ থেকে আটক করা হয় ৯টি পাকিস্তানি নৌকা। ১০ ফেব্রুয়ারি সেই সংখ্যা ১১-তে পৌঁছয়। তবে খোঁজ এখনও চলছে। গুজরাটের (Gujrat) ওই এলাকায় আর কোনও পাকিস্তানি মাছ ধরার নৌকা লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে তল্লাশি চলছে বলে জানিয়েছে বিএসএফ (BSF)।
Intrusion of Pakistani fishing boats & fishermen was detected on Feb 9 in the general area of Harami Nalla, Gujarat. During overnight search operations, 11 Pakistani fishing boats were seized. Operation is still in progress: BSF
— ANI (@ANI) February 10, 2022
বিএসএফের তরফে জানানো হয়, পাকিস্তানি মাছ ধরার নৌকাগুলি হরমি নাল্লার বিভিন্ন জায়গায় লুকিয়ে ছিল। ফলে ভারতীয় বায়ুসেনার তরফে কমান্ডোদের ৩টি দলকে বিভিন্ন জায়গায় নামিয়ে হরমি নাল্লার একাধিক জায়গা থেকে উদ্ধার করা হয় পাকিস্তানি নৌকা। পাক নৌকা আটকের কাজ খুব একটা সহজসাধ্য ছিল না বলেই বিএসএফের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন: Monkey Fever in Kerala: করোনার মধ্যে কেরলে হানা দিল 'মাঙ্কি ফিভার', আশঙ্কায় দক্ষিণী রাজ্য
Three Commando groups of Indian Air Force have been air-dropped from 3 different directions, commandos are closing in where the Pakistanis are hiding. Extreme marshy area, mangroves &tidal waters are making troops' task challenging. The operation is still in progress: BSF Gujarat pic.twitter.com/bgW872d2Pr
— ANI (@ANI) February 10, 2022