Monkey Fever in Kerala: করোনার মধ্যে কেরলে হানা দিল 'মাঙ্কি ফিভার', আশঙ্কায় দক্ষিণী রাজ্য
Representational Purpose Only (Photo Credits: PTI)

ওয়েনাড়, ১০ ফেব্রুয়ারি:  করোনার (Corona) মধ্যে ফের নতুন করে হানা দিল আরও একটি অসুখ। কেরলের ওয়েনাড়ের থিরুনেল্লি গ্রাম পঞ্চায়েতে বছর ২৪-এর এক যুবক ক্যাসানুর ফরেস্ট ডিজিজে আক্রান্ত। যা মাঙ্কি ফিভার (Monkey Fever) নামে পরিচিত। যে খবর প্রকাশ্যে আসতেই জোর শোরগোল শুরু হয়েছে।

ওয়েনাড়ের জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর সাকিনা পিটিআইয়ের সাক্ষাৎকারে জানান, থিরুনেল্লি গ্রাম পঞ্চায়েতের ওই যুবক অসুস্থ হওয়ার পর তাঁর উপর নজরদারি শুরু করা হয়েছে। বছর ২৪-এর ওই যুবকের কাছ থেকে যাতে আর কেউ সংক্রমিত হতে না পারেন, তার জন্যই নজরদারি শুরু করা হয়েছে। তবে ওই যুবক আপাতত ভাল আছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:  Adrit Roy এর সম্পর্ক কৌশাম্বির সঙ্গে, 'মিঠাইয়ের' রিল দিদিয়ার জন্যই পুরনো প্রেম ভাঙল উচ্ছেবাবুর? গুঞ্জন

ভারতের দক্ষিণ অংশে মাঙ্কি ফিভার একটি অন্যতম পরিচিত রোগ। যাঁরা মাঙ্কি ফিভারে আক্রান্ত হন, তাঁদের শরীরে ইয়েলো ফিভার এবং ডেঙ্গির (Dengue) সংক্রমণ একসঙ্গে ধরা পড়ে। বাঁদরের শরীর থেকেই এই রোগ মানুষের মধ্যে সংক্রমিত হয় বলে জানা যায়। চলতি বছরে এই প্রথম মাঙ্কি ফিভার ধরা পড়ল কেরলে।