প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

সম্প্রতি ওডিশা হাইকোর্টে এক মহিলা তার নিজের দেওরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে মামলা করেন। মহিলার অভিযোগ, ঘরে একা থাকার সুযোগ নিয়ে তার দেওর তাকে ধর্ষণ করে। ধর্ষণের অভিযোগ ওঠা দেওরের আইনজীবীর যুক্তি ছিল, সেই মহিলা যৌনতার সময় কোনওরকম বাধা দেননি। সেটাকে ধর্ষণ বলা যাবে না।

যা নিয়ে ওডিশা হাইকোর্ট বলল, যদি কেউ সক্ষম প্রাপ্তবয়স্ক হয়, যৌনতার অভিজ্ঞতা থেকে থাকে এবং কোনও একজনের চেষ্টায় যৌনতায় বাধা দেওয়ার পর্যাপ্ত চেষ্টা না করে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে বলা যাবে না।"ওডিশার আদালত জানায়, অভিযোগ জানানো সেই মহিলার যৌনতায় অভিজ্ঞতা আছে। যৌনতার সময় কোনওরকম বাধা তিনি দেননি। তাই এটাকে ওঁর ইচ্ছার বিরুদ্ধে যৌনতা কিছুতেই বলা যাবে না।

দেখুন টুইট

মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা সেই ব্যক্তিকে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি দেয় বেকসুর খালাস করেছে।