বেঙ্গালুরু: চাকরিপ্রার্থীরা কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে চাকরির আর্জি জানিয়েছেন। রাজ্যে কাজের অভাব, তাই চাকরির দাবিতে ১৫০০ -এরও বেশি চাকরিপ্রার্থী কর্ণাটক পাওয়ার ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেডের (Karnataka Power Transport Corporation Limited) নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি নিয়ে কর্ণাটকের ডেপুটি সিএম ডি কে শিবকুমারের সঙ্গে দেখা করলেন তাঁর বাসভবনে গিয়ে।
উল্লখ্য, গত ১৪ মে বেঙ্গালুরুতে ডি কে শিবকুমারের বাসভবনের সামনে পোস্টার পড়ে কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দাবিতে। কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা অর্জন এবং বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার একদিন পরে এটি ঘটে৷ এর আগে সিদ্দারামাইয়াকে পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দাবিতে একই রকম পোস্টার দেখা গিয়েছিল।
আরও পড়ুন : Karnataka Assembly Speaker: কর্ণাটক বিধানসভায় স্পিকার পদে বসতে চলেছেন প্রাক্তন মন্ত্রী ইউ টি খাদের
দেখুন টুইট
Bengaluru, Karnataka | More than 1,500 job aspirants meet Karnataka Deputy CM DK Shivakumar at his residence, demanding to start the recruitment process for Karnataka Power Transport Corporation Limited pic.twitter.com/C5H1OJELUs
— ANI (@ANI) May 28, 2023