Zubeen Garg (Photo CCredit: X)

গুয়াহাটি, ৮ অক্টোবর: যত সময় গড়াচ্ছে তত জটিল হচ্ছে জ়ুবিন গর্গের (Zubeen Garg Death) মৃত্যুর মামলা। এবার জ়ুবিন গর্গের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হল আরও এক জনকে। তবে এবার জ়ুবিনের ঘরের লোককে  গ্রেফতার করা হয়েছে। শুনতে অবাক লাগলেও, জ়ুবিন গর্গের তুতো ভাই সন্দীপন গর্গকে পুলিশ গ্রেফতার করেছে। পেশায় পুলিশ অফিসার সন্দীপন গর্গের গ্রেফতারির ঘটনায় এই মামলা জটিল হচ্ছে বৈ সরল হওয়ার কোনও লক্ষ্মণ মিলছে না আপাতত।

অসম পুলিশ সার্ভিসের ডিএসপি পদ মর্যাদার অফিসার সন্দীপন গর্গকে গ্রেফতার করা হয়েছে। সিআইডির তরফে শুরু হয়েছে জোরদার তদন্ত। জ়ুবিন গর্গের মৃত্যুর সঙ্গে সন্দীপন গর্গ ঠিক কীভাবে এবং কতটা জড়িত, সে বিষয়ে শুরু হয়েছে তল্লাশি।

আরও পড়ুন: Zubeen Garg Death: জ়ুবিনের মৃত্যুর তদন্তে বড় খবর, খুনের মামলা হল দায়ের, ২ জনকে হেফাজতে নিল পুলিশ

সিআইডি অফিসে নিয়ে আসা হয় জ়ুবিন গর্গের তুতো ভাই সন্দীপন গর্গকে...

সন্দীপন গর্গকে আজ ম্যাজিস্ট্রেের সামনে তোলা হলে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। জ়ুবিনের মৃত্যুর ঘটনায় সন্দীপন গর্গকে যেমন জেরা করা হবে, তেমনি পূর্ব ধৃত শ্যামকানু মাহাতো, সিদ্ধার্থ শর্মাদেরও জিজ্ঞাসাবা চলবে বলে জানা যাচ্ছে।

জ়ুবিন গর্গের তুতো ভাই সন্দীপন গর্গ অসমের কামরূপ জেলার পুলিশের ডেপুটি সুপারিটেনডেন্ট হিসেবে কর্মরত। জ়ুবিন গর্গের মৃত্যুর সঙ্গে এই পুলিশ আধিকারিকের কী যোগ রয়েছে, তা খতিয়ে দেখা শুরু হয়েছে।

সিঙ্গাপুরে জ়ুবিন গর্গের সঙ্গী হন সন্দীপন গর্গ

জানা যাচ্ছে, নর্তইস্ট ফেস্টিভাল উপলক্ষ্যে জ়ুবিন গর্গ যখন সিঙ্গাপুরে যান, সেই সময় গায়কের সঙ্গে ছিলেন তাঁর তুতো ভাই সন্দীপনও। ইয়ট পার্টিতেও হাজির ছিলেন সন্দীপন। ফলে জ়ুবিন গর্গের মৃত্যুর ঘটনায় সন্দীপনের কোনও ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

জ়ুবিন গর্গের হঠাৎ মৃত্যু

গত ১৯ সেপ্টেম্বর জ়ুবিন গর্গের মৃত্যু হয় সিঙ্গাপুরে। নর্থইস্ট ফেস্টিভালের অনুষ্ঠানে হাজির হওয়ার আগে জ়ুবিন স্কুবা ডাইভে য়ান। সেই সময় জলে নেমে গায়ক অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে জল থেকে তুলে সিপিআর দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা জ়ুবিন গর্গকে মৃত বলে ঘোষণা করেন।