দিল্লি, ২ অক্টোবর: জ়ুবিন গর্গের (Zubeen Garg Death) ম্যানেজার এবং ফেস্টিভ্যাল অর্গানাইজারের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হল। জ়ুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা (Siddharth Sharma) এবং ফেস্টিভাল ম্যানেজার শ্যামকানু মাহাতোর (Shyamkanu Mahanta) বিরুদ্ধে দায়ের করা হয়েছে খুনের অভিযোগ। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর এমন তথ্য প্রকাশ্যে এসেছে।
মঙ্গলবার রাতে সিদ্ধার্থ শর্মা এবং শ্যামকানু মাহাতোকে পুলিশ গ্রেফতার করে দিল্লিতে। দিল্লি থেকে সিদ্ধার্থ শর্মা এবং শ্যামকানু মাহাতোকে গ্রেফতার করার পর তাঁদের গুয়াহাটিতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। বুধবার ওই ২ জনকে ম্যাজিস্ট্রেটের এজলাশে তোলা হলে, তাঁদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ১৪ দিনের পুলিশ হেফাজতে শ্যামকানু মাহাতো এবং সিদ্ধার্থ শর্মাকে জেরা করা হবে বলে জানা যাচ্ছে। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে।
সম্প্রতি নর্থইস্ট ফেস্টিভালে যান জ়ুবিন গর্গ। সেখানে অনুষ্ঠানের আগে স্কুবা ডাইভে গেলে, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন জ়ুবিন গর্গ। জল থেকে তাঁকে তোলা হয় প্রথমে। এরপর দেওয়া হয় সিপিআর। তবে তাঁর কোনও সাড়া মেলেনি। এরপর জ়ুবিন গর্গকে সিঙ্গাপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কেন জ়ুবিন গর্গের মৃত্যু হল, তা এখনও প্রকাশ্যে আসেনি। ফলে অসম সরকারের সিটের তরফে চলছে জোরদার তদন্ত।
জ়ুবিনের মৃত্যুর পর গ্রেফতার করা হয় শ্যামকানু মাহাতো এবং সিদ্ধার্থ শর্মাকে।