গুয়াহাটি, ৮ অক্টোবর: জ়ুবিন গর্গের (Zubeen Garg Death) মৃত্যুর পর ক্রমশ জ়টিল হচ্ছে পরিস্থিতি। এবার রাইজর দলের প্রধান অখিল গগৈ-এর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিঙ্কি ভুঁইয়া শর্মা।
জ়ুবিন গর্গ যে নর্থইস্ট ফেস্টিভাল উপলক্ষ্য়ে সিঙ্গাপুরে গিয়েছিলেন,তার সঙ্গে রিঙ্কি ভুইঁয়া শর্মার যে সংস্থা, তার যোগ রয়েছে বলে অখিল গগৈ মিথ্যা অভিযোগ করেন। রিঙ্কি ভুঁইয়া শর্মার সংস্থার বিরুদ্ধে মিথ্যে অভিযোগের জেরেই এবার অখিল গগৈ-এর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন অসমের মুখ্যমন্ত্রীর স্ত্রী (Assam CM Himanta Biswa Sarma's Wife Riniki Bhuyan Sharma)।
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভের সময় মৃত্য়ু হয় জ়ুবিন গর্গের। জলে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জ়ুবিন। জল থেকে অচৈতন্য অবস্থায় তুলে জ়ুবিন গর্গকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
জ়ুবিন গর্গের মৃৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শ্যামকানু মাহাতো থেকে শুরু করে সিদ্ধার্থ শর্মা কিংবা শেখর জ্যোতি গোস্বামী বা অমৃৃতপ্রভ মহন্ত, প্রত্যেকেই জ়ুবিনের কাছের মানুষ ছিলেন। জ়ুবিনের তুতো ভাই সন্দীপন গর্গকেও পুিলশ গ্রেফতার করেছে।
অসম পুলিশের ডিএসপি পদ মর্যাদার অফিসার সন্দীপন গর্গ, জ়ুবিনের তুতো ভাই। সিঙ্গাপুরে নর্থইস্ট ফেস্টিভাল উদ্দেশে জ়ুবিনের সঙ্গী হন সন্দীপনও। জ়ুবিন গর্গের মৃত্যুর কয়েক সপ্তাহ পর এবার সেই ডিএসপি সন্দীপন গর্গকে পুলিশ গ্রেফতার করে।
সন্দীকপনকে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাঁকে সাসপেন্ডও করা হয়েছে অসম পুলিশের তরফে।