Zubeen Garg Death (Photo Credit: Instagram)

গুয়াহাটি, ৮ অক্টোবর: জ়ুবিন গর্গের মৃত্যুর পর জটিলতা ক্রমশ বাড়ছে। কীভাবে গায়কের মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা এখনও অব্যাহত। জ়ুবিন গর্গের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। যাঁদের গ্রেফতার করা হয়েছে গায়কের মৃত্যুর ঘটনায়, তাঁদের মধ্যে শেষ নামটি হল জ়ুবিনের (Zubeen Garg) তুতো ভাই সন্দীপন গর্গের।

সন্দীপন গর্গ গ্রেফতার

জ়ুবিন গর্গের মৃত্যুর ঘটনায় গায়কের তুতো ভাই সন্দীপনকে গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অসম পুলিশের ডিএসপি পদ মর্যাদার সন্দীপন জ়ুবিন গর্গের সঙ্গে সিঙ্গাপুরে গিয়েছিলেন। ছিলেন ইয়ট পার্টিতেও। এমন তথ্য সামনে এসেছে।

আরও পড়ুন: Zubeen Garg Death: জ়ুবিন গর্গের মৃত্যুতে জড়িয়ে ঘরের লোক? পুলিশের হেফাজতে গায়কের ভাই, দেখুুন বড় আপডেটের ভিডিয়ো

সন্দীপন গর্গের পাশাপাশি আর যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে, দেখুন তাঁদের নাম...

শ্যামকানু মাহাত, সিদ্ধার্থ শর্মা

শ্যামকানু মাহাতো হলেন নর্থইস্ট ফেস্টিভালের প্রধান। তিনি ওই অনুষ্ঠানের অর্গানাইজ়ার।

অন্যদিকে সিদ্ধার্থ শর্মা হলেন জ়ুবিন গর্গের ম্যানেজার। যিনি সব সময় অসমের গায়কের সঙ্গে থাকতেন।

শ্যামকানু মাহাতো এবং সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে অসম পুলিশের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

গত সপ্তাহে শ্যামকানু মাহাতো এবং সিদ্ধার্থ শর্মাকে দিল্লি থেকে গ্রেফতার করে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়।

শেখর জ্যোতি গোস্বামী, অমৃতপ্রভ মহন্ত

শেখর জ্যোতি গোস্বামী হলেন জ়ুবিন গর্গের ব্যান্ডের একজন সদস্য। যাঁকে গ্রেফতার করা হয় সম্প্রতি।

অমৃতপ্রভ মহন্ত হলেন জ়ুবিন গর্গের সহশিল্পী। তাঁকেও অসম পুলিশের সিট গ্রেফতার করেছে।

জ়ুবিন গর্গের মৃত্যু 

গত ১৯ সেপ্টেম্বর জ়ুবিন গর্গের মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য ছড়ায়। নর্থইস্ট ফেস্টিভালের জন্য সিঙ্গাপুরে যান জ়ুবিন গর্গ। অনুষ্ঠানের আগে শিল্পী যান স্কুবা ডাইভ করতে। আর ওই স্কুবা ডাইভই জ়ুবিনের জীবনের শেষ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে যায়।