Smriti Irani Ramp Walk Video: চনমনে স্মৃতি ইরানির র‌্যাম্প ওয়াকের ভিডিও শেয়ার করলেন স্মৃতিমেদুর একতা কাপুর
স্মৃতি ইরানি (Picture Source: Ekta Kapoor Instagram/PTI)

দীর্ঘ ২২ বছরের কেরিয়ারে তিনরকম কাজ, আর সবেতেই সফলতা অর্জন করেছেন আজকের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। আজ তাঁর কাঁধে বস্ত্র এবং নারী ও শিশু কল্যাণ দফতরের দায়িত্ব। কিন্তু আজ থেকে ২২ বছর আগে ১৯৯৮ সাল, ছবিটা ছিল একেবারে অন্যরকম। তখন স্মৃতি ইরানির বয়স মাত্র ২১। তিনি তখন ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতার একজন অংশগ্রহণকারী । একাধারে একজন মডেল, নায়িকা।

স্মৃতি ইরানি-একতা কাপুরের (Ekta Kapoor) বন্ধুত্ব সেই সময় থেকেই। একতার হাত ধরেই ‘কিঁউ কি সাশ ভি কভি বহু থি’-তে অভিনয়ে আসা । তখন ২০০১ সাল । সেখানে  তুলসী-র ভূমিকায় মিলল আকাশছোঁয়া জনপ্রিয়তা। একতা কাপুর স্মৃতি ইরানির পুরনো ভিডিও শেয়ার করে লেখেন,‘‘আমার বন্ধু স্মৃতি ইরানির উদ্দেশ্যে এটা আমার মুগ্ধতা। যে মিস ইন্ডিয়ার মুকুট জিততে পারেননি, কিন্তু ঘরে ঘরে তাঁর নাম নেওয়া হত। যাঁরা ভাবেন, সাফল্য সহজেই আসে এটা তাঁদের জন্য...সাফল্য খুব কঠিন, এটা তাঁদের কাছেই আসে যাঁরা কঠোর পরিশ্রম করেন। স্মৃতি, আজ একজন মন্ত্রী... যাঁর ব্যক্তিত্ব পুরোটাই বদলে গিয়েছে এই কয়েক বছরে । একজন চুপচাপ, লাজুক, সাধারণ মেয়ে থেকে ও একজন ক্ষমতাবান অথচ বিনয়ী মন্ত্রী হয়ে উঠেছেন। যে সাধারণ মেয়েটা বালাজি-তে কাজ করত, আমি জানি তাঁর হাসিই সবার হৃদয় জয় করে নিত। যখনই তাঁর থেকে কেউ কোনও সাহায্য চাইত, সে ঝাঁপিয়ে পড়ত। সে স্বভাব তাঁর এখনও আছে...যাঁরা তাঁর সঙ্গে কাজ করেছিল, আজও সবার সঙ্গে তিনি যোগাযোগ রাখেন। এটাই তাঁর শিকড়ের সঙ্গে তাঁর সংযোগ। যা তাঁকে আরও আরও সুন্দর একজন মানুষ করে তোলে। আমার বন্ধুর জন্য আমি গর্বিত ।’’

 

View this post on Instagram

 

Appreciation Post for my friend Smriti Irani who started off not winning Miss India but went on to become a household name. This is for people who think that success comes easy...it is tough, it is hard but it comes to all those who work hard. Smriti became a household name, today is a minister. Her whole persona has changed into a powerful yet humble politician. But when she started off, she was a meek, shy, simple girl who had walked into Balaji...and we knew her smile would win hearts. Recently, a colleague of hers, who hasn't worked with her, called her up for help, she immediately helped that person. That shows, even today she maintains relations with people who were working with her once. This humility and this attachment to her roots, makes her a fantastic person. So proud of you my friend! @smritiiraniofficial

A post shared by Erk❤️rek (@ektarkapoor) on

 

একতা আরও লেখেন, সেই সময় স্মৃতি বলেছিলেন, জাতীয় রাজনীতিতে তাঁর উৎসাহ রয়েছে।তখন থেকেই রাজনীতিকে প্রাধান্য দিতেন। ছোট পর্দার জনপ্রিয় মুখ হয়ে ওঠার পর আজ তিনি রাজনীতিতে। একতা কাপুর, স্মৃতি ইরানির র‌্যাম্প ওয়াকের পুরনো ভিডিওটি শেয়ার করেন ইনস্টাগ্রামে। ভিডিও-তে স্মৃতি’কে বলতে শোনা যায়, তিনি ইংরাজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন এবং তিনি অ্যাডভেঞ্চার্স স্পোর্টস খুবই ভালবাসেন। মন্ত্রীর ফ্ল্যাশব্যাক দেখে রীতিমতো ভাইরাল হয়ে পড়ে ভিডিওটি।