মুম্বই, ১১ জুলাই: জনপ্রিয় ইউটিউবার আরমান মালিক (Armaan Malik) ২০০ কোটির মালিক? শুনতে অবাক লাগলেও, বিগ বস ওটিটি থ্রি-র (Bigg Boss OTT 3) সবেচেয়ে বিতর্কিত প্রতিযোগী আরমান মালিককে নিয়ে সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে আসে। জানা যায়, বিগ বস ওটিটি থ্রি-তে বর্তমানে যত প্রতিযোগী রয়েছেন, তাঁদের মধ্যে সবচেয়ে বিত্তশালী আরমান। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২০০ কোটি। তবে দীর্ঘদিনের পরিশ্রম নয়, মাত্র ২.৫ বছরে আরমান ২০০ কোটির মালিক হয়েছেন বলে রিপোর্টে প্রকাশ। নিজেদের ইউটিউব চ্যানেল, মালিক ভ্লগে সব সময় আরামন মালিক এবং তাঁর দুই স্ত্রী পায়েল এবং কৃতিকাকে দেখা যায়।
দুই স্ত্রীর পাশপাশি আরমানের ৪ সন্তানকেও সমানভাবে তাঁদের ইউটিউব ভিডিয়োতে দেখা যায়। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা আরমান মালিকের বড় ছেলে চিকু (৯) অডি গাড়িতে চেপে স্কুলে যায়। আরমান নিজেই এই কথা প্রকাশ করেন।
আরমানের প্রকৃতি নাম সন্দীপ জাংডা। অনেকেই মনে করতে শুরু করেন, আরমান মুসলিম সম্প্রদায়ের। যে গুঞ্জন ছড়াতেই মুখ খোলেন ইউটিউবারের প্রথম স্ত্রী পায়েল মালিক (Payal Malik)। তিনি বলেন, আরমান হরিয়ানার জাট সম্প্রদায়ভুক্ত।
'দো বিবিয়োওয়ালি ইউটিউবার' হিসেবে পরিচিত আরমান মালিক ১৭ বছর বয়সে প্রথম বিয়ে করেন। প্রথম স্ত্রী সুচিত্রাকে ছেড়ে এরপর পায়েলকে বিয়ে করেন আররমান। এরপর ২০১৯ সালে পায়েলের প্রিয় বন্ধু কৃতিকাকে (Kritika Malik) বিয়ে করেন আরমান মালিক। বর্তমানে আরমান, পায়েল এবং কৃতিকার ৪ সন্তান রয়েছে।