
মুম্বই, ২৩ মেঃ বিকিনি পরে নাচছেন দয়া বেন। হ্যাঁ ঠিকই শুনছেন। টাপ্পুকে পাপা ছাড়া চোখে অন্ধকার দেখা দয়া অন্য যুবকের সঙ্গে বিকিনি টপে নাচ করছেন। অভিনেত্রী দিশা ভাকানির (Disha Vakani) একটি পুরনো ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় টেলিভিশনের দীর্ঘতম চলমান ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম 'তারাক মেহতা কা উল্টা চশমা' (Taarak Mehta Ka Ooltah Chashmah)। সেই ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র দয়া জেঠালাল গড়া ওরফে দয়া বেন। তিনি যখন ধারাবাহিকটি ছেড়ে দেন দর্শকদের মন ভারী হয়েছিল। আজও দর্শকরা দয়া বেন বলতে দিশার কথাই সর্বপ্রথম মাথায় আনেন। সর্বক্ষণ শাড়ি, গয়না, মঙ্গলসূত্র, সিঁদুর, টিপ পরে থাকা সেই দয়া বেনকেই যখন বিকিনি টপে দেখা গেল নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না ভক্তরা।
অভিনেত্রী দিশা ভাকানির একটি পুরনো ভিডিও সদ্য ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। দিশার বয়স সেখানে বেশ অল্প। চকচকে বিকিনি টপে কোমর দুলিয়ে নাচ করছেন তিনি। জেঠালালের স্ত্রীর এমন রূপ দেখে রীতিমত হতবাক তারক মেহতা কা উল্টা চশমার অনুগারগীরা।