
মুম্বই, ৩০ মেঃ কানাঘুষো গুঞ্জন চলছিল। তবে অবশেষ পর্দায় আসতে চলছে 'কিউকি সাস ভি কাভি বহু থি ২' (Kyunki Saas Bhi Kabhi Bahu Thi 2)। দর্শকদের দীর্ঘ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আরও একবার পর্দায় ফিরতে চলেছেন তুলসী। ১৫ বছর পর ছোটপর্দায় প্রত্যাবর্তন হতে চলেছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির (Smriti Irani)। ২০০০ সালের ধারাবাহিক 'কিউকি সাস ভি কাভি বহু থি'তে তুলসী ভিরানির চরিত্রে অভিনয় করে দারুণ খ্যাতি অর্জন করেছিলেন স্মৃতি। দীর্ঘ আট বছর টানা চলেছিল ধারাবাহিকটি। এই ধারাবাহিকের দ্বিতীয় সিজিন আসার ইঙ্গিত আগেই দিয়েছেন পরিচালক একতা কাপুর (Ekta Kapoor)। এবার সেই খবরে সিলমোহর পড়ল। আর 'কিউকি সাস ভি কাভি বহু থি ২' এর হাত ধরেই ১৫ বছর পর ফের ধারাবাহিকে ফিরছেন স্মৃতি। ইতিমধ্যেই শুরু হয়েছে ডেইলি শোপের শুটিং। শীঘ্রই তার সম্প্রচার শুরু হবে। দীর্ঘ বিরতির পর শুটিং ফ্লোরে পা রেখেছেন স্মৃতি। জানা যাচ্ছে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে শুটিং সেটে জেড প্লাস নিরাপত্তা (Z Plus Security) দেওয়া হয়েছে।
এক সূত্র মারফর খবর, শুটিং সেটে বেশ কিছু নিরাপত্তা প্রোটোকল রয়েছে। তার মধ্যে অন্যতম হল মোবাইল ফোনের উপর নিষেধাজ্ঞা। পরিচালক একতা কাপুর, রাজনীতিবিদ তথা অভিনেত্রী স্মৃতি ইরানি (Smriti Irani) এবং এবং অভিনেতা অমর উপাধ্যায় (Amar Upadhyay) ছাড়া সকল অভিনেতা, কলাকুশলীদের শুটিং ফ্লোরে ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ওই সূত্রই জানান, জেড প্লাস নিরাপত্তা নিয়ে 'কিউকি সাস ভি কাভি বহু থি ২' ধারাবাহিকের শুটিং করছেন স্মৃতি।
২০০০ সাল থেকে ২০০৮ সাল, টানা আট বছর চলেছিল জনপ্রিয় এই ধারাবাহিকটি। এই ধারাবাহিক খ্যাতির পাশাপাশি একাধিক পুরষ্কার জিতিয়েছে স্মৃতিকে। ধারাবাহিক চলাকালীনই ২০০৩ সালে বিজেপিতে যোগ দেন স্মৃতি। সেই থেকেই তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। কেন্দ্রীয় মন্ত্রিসভার দুটি দফতর সামলেছেন তিনি। ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত তিনি কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী ছিলেন। এরপর ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত স্মৃতি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী ছিলেন।