Victor Banerjee Covid Positive: তৃতীয়বার করোনা আক্রান্ত অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়, দোসর ডেঙ্গু
Veteran actor Victor Banerjee (Photo: Wikimedia Commons)

কলকাতা, ২৫ ফেব্রুয়ারি: তৃতীয়বার করোনাভাইরাসে (Covdi-19) আক্রান্ত হলেন প্রবীণ অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee)। জানা গিয়েছে, কয়েক সপ্তাহ আগেই দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেতা, এরপর সেরেও উঠেছিলেন। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই ফের তাঁর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তবে, এবার শুধু করোনা নয়, ডেঙ্গুও ধরা পড়েছে অভিনেতার। আপাতত স্থিতিশীলই আছেন তিনি। বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর।

গত কয়েক বছর ধরেই মুসৌরীর বাসিন্দা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি, ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সত্যজিত রায়ের নামাঙ্কিত জীবনকৃতি সম্মান পাওয়ার কথা ছিল তাঁর। যদিও কোভিডের কারণে তিনি আসতে পারেননি। সংগঠনের পক্ষ থেকে তাই ২৮ ফেব্রুয়ারি অভিনেতার হাতে সেই বিশেষ সম্মান তুলে দেওয়ার আয়োজন করা হয়েছিল। কিন্তু অভিনেতা আবারও করোনা আক্রান্ত হওয়াতে বাতিল করা হয়েছে ২৮ ফেব্রুয়ারির অনুষ্ঠান। আরও পড়ুন: West Bengal Weather Update: অক্ষরেখার প্রভাবে আকাশজুড়ে বজ্রগর্ভ মেঘ, রাজ্যে শুরু বৃষ্টি

চলতি বছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ভারত সরকারের পক্ষ থেকে তাঁকে পদ্মবিভূষণ সম্মান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।