কলকাতা, ২৯ নভেম্বর: ফের কাস্টিং কাউচের অভিযোগ উঠল। এবার টলিউডের (Tollywood) জনপ্রিয় পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ তুললেন পূজা কুলে (Puja Kulay) নামে এক মডেল। পূজার অভিযোগ, অডিশনের জন্য ডেকে, তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করেছেন পরিচালক সুমন দাস ( Suman Das )। যা নিয়ে ফেসবুক লাইভের মাধ্যমে সুমন দাসকে আক্রমণ করেন পূজা।
'সোহাগ জল'-এর পরিচালক সুমন দাস অডিশনের জন্য ডেকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ মডেল পূজা কুলের। নিজের সোশ্যাল হ্যান্ডেলে পূজা সুমন দাসের বিরুদ্ধে ফুঁসে ওঠেন। 'আয় তবে সহচরী', 'নেতাজি'-মত একাধিক জনপ্রিয় মেগার পরিচালক সুমন দাস। এবার তাঁর হাত ধরে একটি টেলিভিশন চ্যানেলে আসছে 'সোহাগ জল'। ধারাবাহিক শুরুর আগেই এবার পরিচালকের বিরুদ্ধে ফুঁসে ওঠেন পূজা কুলে।
পূজা কুলে নামে ওই মডেল সুমন দাসের বিরুদ্ধে অভিযোগ তোলার পর থেকেই তা নিয়ে শোরগোল শুরু হয়েছে। যদিও পরিচালক সুমন দাস এখনও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি। পূজা কুলে নিজের সোশ্যাল হ্যান্ডেলে সুমন দাসের বিরুদ্ধে সোমবার ফুঁসে ওঠার পর তা নিয়ে শোরগোল শুরু হলে, ওই মডেল ফের পরিচালকের বিরুদ্ধে অভিযোগ করেন।