কলকাতা, ৯ এপ্রিল: করোনা-যুদ্ধে রাজ্য-কেন্দ্র একযোগে লড়াই চালাচ্ছে। সংক্রমণ রুখতে চলছে লকডাউন। ঘরবন্দি সকলে। ঘরবন্দি দিন আনা দিন খাওয়া মানুষগুলোও। তাঁদের সাহায্য করতে এগিয়ে এসেছে গোটা দেশের মানুষ। পিছিয়ে নেই রাজনীতিবিদরাও। করোনা-যুদ্ধে মিশে গিয়েছে রাজনীতির রং-ও। এবার নিজের কেন্দ্রে দু:স্থ মানুষদের মুখে অন্ন তুলে দিলেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। আরও পড়ুন: Chaitra Sale 2020: করোনার থাবায় কলকাতার শপিং হটস্পট জনশূন্য, মাথায় হাত হকারদের
বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করেছেন মিমি চক্রবর্তী। টুইটে তিনি বলেন, 'আমার কেন্দ্রে যাতে কেউ অভুক্ত না থাকেন, সেই চেষ্টা আমি প্রতিদিনই করছি একটু একটু করে। আজ আমার ব্যান্ড ক্যাপ্টেন টিএমটি স্টিল এগিয়ে এসেছে সাহায্যে।' নিজের কেন্দ্র যাদবপুরে এভাবেই খাবার বিতরণ করলেন মিমি চক্রবর্তী।
This donation has been done by my brand @captaintmtsteel nd team nd some of his friends thank you so much #Avinash means a lot in these hard times.
I m tryingmy bit evryday so that no one in my constituency stays hungry, nd by saying that i mean lakhs of mouth to be fed .1/1 pic.twitter.com/zyR7ihSD2g
— Mimssi (@mimichakraborty) April 9, 2020
পাশাপাশি আরও একটি টুইট করেন মিমি। সেই টুইটে মিমি লেখেন, 'আমাদের চারপাশে দিন আনা দিন খাওয়া মানুষ রয়েছেন অনেকে। রিকশা চালান যারা, অটোচালক কিংবা বস্তিতে যারা থাকেন। আপনাদের সকলের জন্য মুখ্যমন্ত্রী ওনার সর্বশক্তি দিয়ে চেষ্টা করছেন। আমরাও চেষ্টা করছি ওনার সঙ্গে। কেউ আপনারা আতঙ্কিত হবেন না। বাড়িতে থাকুন। বারবার হাত ধুয়ে নিন নিজের এবং নিজের খেয়াল রাখুন।'
Daily wage workers
Rikshaw puller
Autowala dada nd slums.
Our CM is trying her best nd we being a part of her army are doing ours.
Keep calm plzz stay at home , keep washing ur hands nd take care of urself.Thats all🙏 . 1/2
— Mimssi (@mimichakraborty) April 9, 2020