কলকাতা, ১৯ মে: করোনা আতঙ্ক এবার রাজ-শুভশ্রীর (Raj Chakraborty) আবাসনে। বাইপাসের ধারে একটি বিলাসবহুল আবাসনে থাকেন এই সেলেব দম্পতি। রাজ-শুভশ্রী (Raj-Subhasree) ছাড়াও এই আবাসনেই থাকেন অরিন্দম শীল, পায়েল এবং শ্রাবন্তী। তবে যে টাওয়ারটিতে রাজ-শুভশ্রী থাকেন, সেই টাওয়ারেই এক প্রৌঢ়ের শরীরে মিলেছে করোনাভাইরাসের নমুনা। আরও পড়ুন: Super Cyclone Amphan: ধেয়ে আসছে সুপার সাইক্লোন আমফান, প্রবল বৃষ্টি শুরু নামখানা, কাকদ্বীপে; কলকাতায় মেঘলা আকাশ
সূত্রের খবর, অভিজাত এই কমপ্লেক্সের ৬ নম্বর ব্লকে থাকেন রাজ-শুভশ্রী। সেই ব্লকেই রাজের ফ্ল্যাটের কয়েক ফ্লোর উপরেই থাকেন ওই ব্যক্তি। এই ঘটনায় বেশ চিন্তায় আপাতত সেলেব দম্পতি। কারণ নিজেদের বিবাহ বার্ষিকীর দিনই নতুন সদস্য সংসারে আসার কথা জানিয়েছিলেন শুভশ্রী। পাশাপাশি বাড়িতে রয়েছেন বয়স্ক মা-বাবাও। এহেন পরিস্থিতিতে করোনা আতঙ্কে চিন্তিত রাজ চক্রবর্তী। ইনস্টাগ্রামে একটি ছবিও পোস্ট করেছেন। ছবিতে তিনি লিখেছেন, “আজ থেকে বন্ধ ইভিনিং ওয়াক। হ্যাপি কোয়ারেন্টাইন।” তবে, লকডাউনেও নিয়ম করে আবাসনের নীচে রোজ নিয়ম করে হাঁটতে বেরোতেন রাজ চক্রবর্তী এবং আবাসনের আরও বেশ কিছু সদস্য। কিন্তু আবাসনে করোনা হানার জেরে আপাতত বন্ধ ইভিনিং ওয়াক।
লকডাউনের পর থেকে অত্যন্ত কড়াকড়ি করে দেওয়া হয়েছিল আবাসনে। তা স্বত্ত্বেও কীভাবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনাটি ঘটল, সেটিই আপাতত ভাবাচ্ছে সেলেবদের।