Nusrat Jahan (Photo Credit: Nusrat Jahan/Instagram)

কলকাতা, ২ সেপ্টেম্বর: কারও কাছ থেকে ভাল কথা বা সদুপোদেশ না পেলে, তাঁর সমালোচনা গ্রহণের প্রয়োজন নেই৷ মা হওয়ার পর নতুন ছবি শেয়ার করে এমনই মন্তব্য করলেন নুসরত জাহান (Nusrat Jahan)৷ তাঁর মা হওয়ার সিদ্ধান্তকে যাঁরা কটাক্ষ করেন, প্রত্যেককে একহাত নিয়ে এবার পালটা মন্তব্য করলেন নতুন মা নুসরত৷

এসববের পাশাপাশি নুসরত নিজের নতুন ছবির সঙ্গে জানান, যিনি ক্যামেরার (Camera) পিছনে ছিলেন, তিনি 'ড্যাডি'৷ নুসরতের এই নয়া ইঙ্গিতে নেট জনতার মধ্যে ফের জোর চর্চা শুরু হয়ে যায়৷ তবে কেউ কেউ নুসরতকে কটাক্ষ করতেও পিছপা হননি৷

আরও পড়ুন: Taslima Nasreen: বড় নয়, ছোট পাথর ছুঁড়ে মহিলাদের খুন করবে তালিবান, আক্রমণ তসলিমার

 

View this post on Instagram

 

নুসরতের এই ছবি তুলে দিতে কে ছিলেন ক্যামেরার পিছনে, তাঁর সন্তানের বাবা না, তাঁর বাবা? এমন প্রশ্ন করেন কেউ কেউ৷ 'ড্যাডি'-র কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই? এমন প্রশ্নও উঠে আসে কারও মুখে৷ তবে সমালোচকরা যা-ই বলুন না কেন, নুসরত জাহান যে মা হয়ে মাতৃত্বের আভা চোখেমুখে মেখে আরও সুন্দরী হয়ে উঠেছেন, তা বেশ স্পষ্ট৷

প্রসঙ্গত নুসরতের হাসপাতালে ভর্তি হওয়া থেকে শুরু করে, ঈশান (নুসরতের ছেলে)-কে বাড়ি আনা পর্যন্ত সব সময় অভিনেত্রীর সঙ্গে দেখা গিয়েছে যশ দাশগুপ্তকে৷ এমনকী, নুসরত যেদিন ঈশানকে নিয়ে বাড়িতে ফেরেন, সেদিন যশের কোলেই দেখা যায় খুদেকে৷ সবকিছু মিলিয়ে এবার কি যশ-নুসরতের সম্পর্কের পাশাপাশি যশ (Yash Dasgupta) এবং ঈশানের সম্পর্ক রয়েছে বলে প্রকাশ করবেন নুসরত? এমন প্রশ্নই উঠতে শুরু করেছে৷