কলকাতা, ২ সেপ্টেম্বর: নয়ের দশকের তালিবানের (Taliban) চেয়ে বর্তমানে সংগঠন অনেক বেশি মুক্ত চিন্তাধারার৷ আফগানিস্তানে দ্বিতীয়বার ক্ষমতা দখল করে এমনই জানানো হয় সংশ্লিষ্ট সংগঠনের তরফে৷ তবে সম্প্রতি ব্যাঙ্কের লাইনে দাঁড়ানো এক মহিলাকে যেভাবে মারধর করে তালিব যোদ্ধারা, সেই ছবি দেখে ফের গোটা বিশ্ব শিউরে উঠতে শুরু করেছে৷ সেই খবর প্রাকশ্যে আসতেই এবার ফের তালিবানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তসলিমা নাসরিন (Taslima Nasreen )৷

নিজের সোশ্যাল হ্যান্ডেলে তালিবানকে একের পর এক আক্রমণ করেন তসলিমা৷ তিনি বলেন, তালিবান নাকি আগেরবারের চেয়ে অনেক ভাল৷ অবশ্যই তালিবান এবার অনেক বেশি মুক্ত চিন্তার৷ কারণ এবার যখন তারা প্রকাশ্যে কোনও মহিলাকে খুন করবে, তখন বড় পাথরের পরিবর্তে ছোট পাথর ছুঁড়ে তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দেবে বলে আক্রমণ করেন বাংলাদেশের জনপ্রিয় লেখিকা৷

 

তিনি আরও বলেন, তালিবান যদি আগের চেয়ে ভাল হয়, তাহলে মার্কিন সেনা (US Troops) দেশ ছাড়ার পর সীমান্তের দিকে হাজার হাজার আফগান ছুটে যাচ্ছেন কেন বলে প্রকাশ করেন তসলিমা৷

আরও পড়ুন: Sidharth Shukla Passes Away: হৃদরোগে আক্রান্ত, মাত্র চল্লিশেই চলে গেলেন জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্ল

বুধবার একটি রিপোর্ট প্রাকশ্যে আসে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তরফে৷ যেখানে জানানো হয়, ৩১ অগাস্ট মার্কিন সেনা আফগানিস্তান (Afghanistan) ছাড়ার সীমান্তের দিকে ছুুটে যাচ্ছেন সাধারণ আফগান নাগরিকরা৷ কেউ পাকিস্তানের (Pakistan) দিকের তরখাম সীমান্তের দিকে যাচ্ছেন৷ কেউ ইরান (Iran) সীমান্তের দিকে যাচ্ছেন৷ অসহায় আফগান নাগরিকদের আশ্রয় দিতে পড়শি দেশগুলি নিশ্চয়ই সীমান্ত খুলে দেবে৷ এই আশায় তাঁরা বসে রয়েছেন বলে জানানো হয় ওই সংবাদমাধ্যমগুলির তরফে৷