কলকাতা, ২ সেপ্টেম্বর: নয়ের দশকের তালিবানের (Taliban) চেয়ে বর্তমানে সংগঠন অনেক বেশি মুক্ত চিন্তাধারার৷ আফগানিস্তানে দ্বিতীয়বার ক্ষমতা দখল করে এমনই জানানো হয় সংশ্লিষ্ট সংগঠনের তরফে৷ তবে সম্প্রতি ব্যাঙ্কের লাইনে দাঁড়ানো এক মহিলাকে যেভাবে মারধর করে তালিব যোদ্ধারা, সেই ছবি দেখে ফের গোটা বিশ্ব শিউরে উঠতে শুরু করেছে৷ সেই খবর প্রাকশ্যে আসতেই এবার ফের তালিবানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তসলিমা নাসরিন (Taslima Nasreen )৷
নিজের সোশ্যাল হ্যান্ডেলে তালিবানকে একের পর এক আক্রমণ করেন তসলিমা৷ তিনি বলেন, তালিবান নাকি আগেরবারের চেয়ে অনেক ভাল৷ অবশ্যই তালিবান এবার অনেক বেশি মুক্ত চিন্তার৷ কারণ এবার যখন তারা প্রকাশ্যে কোনও মহিলাকে খুন করবে, তখন বড় পাথরের পরিবর্তে ছোট পাথর ছুঁড়ে তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দেবে বলে আক্রমণ করেন বাংলাদেশের জনপ্রিয় লেখিকা৷
if new taliban are good why thousands of afghans are in the border areas desperate to leave the country?
— taslima nasreen (@taslimanasreen) September 2, 2021
taliban are much better and liberal and woman-friendly this time. they promised they would choose smaller stones when they stone women to death.
— taslima nasreen (@taslimanasreen) September 2, 2021
তিনি আরও বলেন, তালিবান যদি আগের চেয়ে ভাল হয়, তাহলে মার্কিন সেনা (US Troops) দেশ ছাড়ার পর সীমান্তের দিকে হাজার হাজার আফগান ছুটে যাচ্ছেন কেন বলে প্রকাশ করেন তসলিমা৷
বুধবার একটি রিপোর্ট প্রাকশ্যে আসে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তরফে৷ যেখানে জানানো হয়, ৩১ অগাস্ট মার্কিন সেনা আফগানিস্তান (Afghanistan) ছাড়ার সীমান্তের দিকে ছুুটে যাচ্ছেন সাধারণ আফগান নাগরিকরা৷ কেউ পাকিস্তানের (Pakistan) দিকের তরখাম সীমান্তের দিকে যাচ্ছেন৷ কেউ ইরান (Iran) সীমান্তের দিকে যাচ্ছেন৷ অসহায় আফগান নাগরিকদের আশ্রয় দিতে পড়শি দেশগুলি নিশ্চয়ই সীমান্ত খুলে দেবে৷ এই আশায় তাঁরা বসে রয়েছেন বলে জানানো হয় ওই সংবাদমাধ্যমগুলির তরফে৷