কলকাতা : একেবারে দক্ষিণী আদলে সেজেগুজে ক্যামেরায় পোজ দিয়েছেন বাংলার জনপ্রিয় ও চর্চিত তারকা নুসরত জাহান (Actress Nusrat Jahan)। সাউথ ইন্ডিয়ান শাড়ি, খোঁপায় ফুল, হাতে শাখা-পলায় একেবারে নতুন আঙ্গিকে ধরা দিয়েছেন তিনি। তাঁর এই ছবি নিয়ে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে, তাহলে কি তিনি এবার টলি পাড়া ছেড়ে দক্ষিণে পাড়ি দিচ্ছেন?
নুসরত বাংলা অভিনয় জগতে বেশ সফল তারকা, পাশাপাশি রাজনীতির ময়দানেও তাঁকে দেখা গিয়েছে। বর্তমানে ছোট্ট ছেলেকে সামলাচ্ছেন এই অভিনেতা, এরই সঙ্গে অভিনয়ও চালিয়ে জাচ্ছেন।
আরও পড়ুন : Ileana D’cruz: আর রাখঢাক নয়, প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার অন্তঃসত্ত্বা ইলিয়ানার
না তিনি দক্ষিণে জাচ্ছেন না, এখন বাংলা ইন্ডাস্ট্রিতেই অভিনয় চালিয়ে যাবেন বলে জানা গিয়েছে। ইন্সটাগ্রামে দক্ষিণী সাজে পোস্ট করা ছবির ক্যাপশনে লিখেছেন, 'আমি সাউথ ইন্ডিয়ান স্টাইলে সেজেছি'। সঙ্গে একটা হৃদয়ের ইমোজি। তাঁকে এই রকম সাজে দেখে তাঁর অনুরাগীরা কমেন্ট বক্সে মন্তব্যে ভরিয়ে দিয়েছেন।
View this post on Instagram