Mimi Chakraborty (Photo Credits: Instagram)

জনপ্রিয় আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস (Emirates) এর পরিবেশন করা খাবারে চুল পেলেন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। মাঝা আকাশে বিমানে পরিবেশিত খাবারে চুল পাওয়ায় এমিরেটসের উপর বেজায় চটলেন সাংসদ। মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিলেন মিমি (Mimi Chakraborty on Emirates)।

খাবারের পাতে পড়ে থাকা চুল সমেত প্লেটের ছবি তুলে টুইট করলেন নায়িকা। আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটসকে (Emirates) তুলোধোনা করলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty on Emirates)। মঙ্গলবার রাতে টুইট করে সাংসদ লেখেন, ‘এমিরেটস, আমার মনে হয় আপনারা এতই বড় হয়ে গিয়েছেন যে আপনাদের সঙ্গে যারা যাত্রা করছেন তাঁদের নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন আপনারা। খাবারের মধ্যে থেকে চুল পাওয়া মোটেই কোন ভালো বিষয় নয়। আপনাদের কাছে মেল করেও আমি অভিযোগ জানিয়েছিল। কিন্তু তার কোন উত্তর মেলেনি। এমনকি ক্ষমাও চাননি আপনারা। এই চুলটি বেরিয়েছে ক্রঁসো থেকে যা আমি চিবাচ্ছিলাম’।

এমিরেটসে পরিবেশিত মিমি চক্রবর্তীর খাবারে চুলঃ