DEV: করোনা আক্রান্তদের পাশে দেব, অফিসকে পালটে ফেলছেন আইসোলেশনে সেন্টারে
দেব, ছবি ট্যুইটার

কলকাতা, ১৮ মে: ডেবরায় (Debra) তাঁর যে অফিস য়েছে, তাকে আইসোলেশন সেন্টারে পরিণত করছেন। ঘাটাল লোকসভা কেন্দ্রের ডেবরায় তাঁর যে অফিস রয়েছে, তাকেই তিনি এবার আইসোলেশন সেন্টারে পরিণত করছেন বলে জানান দেব (Dev)।

শুধু তাই নয়, ডেবরার ওই আইসোলেশন সেন্টার থেকে করোনা (Corona) আক্রান্তদের জন্য প্রয়োজনীয় ওষুধ, মেডিকেল অক্সিজেন সবকিছু সরবরাহ করা হবে বলেও জানানো হয়। নিজের ট্যুইটার (Twitter) হ্যান্ডেলের মাধ্যমে ওই খবর প্রকাশ করেন টলিউডের প্রথম সারির অভিনেতা তথা তৃণমূল কংগ্রেস সাংসদ।

আরও পড়ুন: COVID 19: 'করোনার সিঙ্গাপুরের ভ্যারিয়েন্ট শিশুদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর, আসতে পারে তৃতীয় ঢেউ'

দেবের পাশাপাশি করোনা (COVID 19) আক্রান্তদের জন্য এবার সেফ হোম চালু করেন অভিনেতা যীশু সেনগুপ্তও। করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন টলিউডের  একের পর এক অভিনেতা।