কলকাতা, ১৮ মে: ডেবরায় (Debra) তাঁর যে অফিস য়েছে, তাকে আইসোলেশন সেন্টারে পরিণত করছেন। ঘাটাল লোকসভা কেন্দ্রের ডেবরায় তাঁর যে অফিস রয়েছে, তাকেই তিনি এবার আইসোলেশন সেন্টারে পরিণত করছেন বলে জানান দেব (Dev)।
শুধু তাই নয়, ডেবরার ওই আইসোলেশন সেন্টার থেকে করোনা (Corona) আক্রান্তদের জন্য প্রয়োজনীয় ওষুধ, মেডিকেল অক্সিজেন সবকিছু সরবরাহ করা হবে বলেও জানানো হয়। নিজের ট্যুইটার (Twitter) হ্যান্ডেলের মাধ্যমে ওই খবর প্রকাশ করেন টলিউডের প্রথম সারির অভিনেতা তথা তৃণমূল কংগ্রেস সাংসদ।
আরও পড়ুন: COVID 19: 'করোনার সিঙ্গাপুরের ভ্যারিয়েন্ট শিশুদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর, আসতে পারে তৃতীয় ঢেউ'
I have converted my office in Debra which is in Ghatal Loksabha Constituency, into an Isolation Centre again this Year.
Along with that we have started Ambulance,Medicine,Oxygen n Food service for the people ..
Pls do contact pic.twitter.com/CWDnDhl0eb
— Dev (@idevadhikari) May 18, 2021
দেবের পাশাপাশি করোনা (COVID 19) আক্রান্তদের জন্য এবার সেফ হোম চালু করেন অভিনেতা যীশু সেনগুপ্তও। করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন টলিউডের একের পর এক অভিনেতা।