করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্কতা

দিল্লি, ১৮ মে: মিউটেশন ঘটিয়ে দিনের পর দিন ধরে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা (Corona)  ভাইরাস৷ ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্ট, আফ্রিকান ভ্যারিয়েন্টের পর ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট নিয়েও চিন্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷  করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন গোটা দেশ বিপর্যস্ত, সেই সময় দিল্লির মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেল ভয়ের নতুন সুর৷

দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, সিঙ্গাপুরে করোনা (COVID 19) ভাইরাসের যে নতুন একটি ভ্যারিয়েন্ট রয়েছে৷ যা শিশুদের জন্য ভয়ঙ্কর৷ সিঙ্গাপুরের (Singapore) ওই নয়া ভ্যারিয়েন্টের জন্য ভারতে করোনার তৃতীয় ঢেউ হানা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন কেজরিওয়াল৷

সিঙ্গাপুর থেকে করোনার (Coronavirus) ওই নয়া ভ্যারিয়েন্ট যাতে ভারতে প্রবেশ করতে না পারে, তার জন্য এখনই বিমান চলাচল বন্ধ করা প্রয়োজন৷ সিঙ্গাপুরের সঙ্গে ভারতের বিমান যোগাযোগ বন্ধ করলে, তবেই ওই ভ্যারিয়েন্টকে রুখে দেওয়া যাবে বলে মত প্রকাশ করেন কেজিরওয়াল৷

আরও পড়ুন: Covaxin: সুখবর! ২-১৮ বছর বয়সীদের কোভ্যাক্সিনের ক্লিনিকাল ট্রায়ালে ছাড়পত্র DCGI-এর

বর্তমানে শিশুদের জন্য করোনার কোনও প্রতিষেধক নেই ভারতে৷ ২-১৮ বছর বয়সীদের জন্য কোভ্যাক্সিন, কোভিশিল্ড বা স্পুটনিকের মতো একাধিক ভ্যাকসিন থাকলেও, শিশুদের জন্য কোনওটিই উপযুক্ত নয়৷ যার জেরে করোনার তৃতীয় ঢেউয়ে যাতে শিশুরা আক্রান্ত না হয়, তরা জন্য কেন্দ্রকে এখন থেকেই তৈরি থাকতে হবে বলে সম্প্রতি মত প্রকাশ করেন বৈজ্ঞানিক উপদেষ্টা বিজয় কে রাঘবন৷

আরও পড়ুন: COVID 19: কোভিডে বাবা-মায়ের মৃত্যু, 'অনাথ' শিশুকে পড়াশোনা করাবে দিল্লি সরকার

এদিকে ২-১৮ বছর বয়সীদের জন্য কোভ্যাক্সিনের ক্লিনিকাল ট্রায়ালে এবার ছাড়পত্র দেওয়া হয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফে৷ যার জেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকেই৷