COVID 19: কোভিডে বাবা-মায়ের মৃত্যু, 'অনাথ' শিশুকে পড়াশোনা করাবে দিল্লি সরকার
অরবিন্দ কেজরিওয়াল, ছবি এএনআই

দিল্লি, ১৮ মে: কোভিডে আক্রান্ত হয়ে বাবা-মায়ের মৃত্যু হয়েছে, এমন পরিবারের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নিল দিল্লি সরকার (Delhi)৷

কোভিডে (COVID 19) আক্রান্ত হয়ে বাবা-মায়ের মৃত্যু হলে, সেই অনাথ শিশুকে পড়াশোনা করাবে অরবিন্দ কেজিরওয়ালের (Arvind Kejriwal) সরকার৷ ওই সমস্ত পরিবারের শিশুদের প্রত্যেক মাসে আড়াই হাজার করে দেওয়া হবে৷ ২৫ বছর না হওয়া পর্যন্ত ওই শিশুদের পাশে থেকে, তাঁদের পড়াশোনার খরচ চালানো হবে বলে জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷

আরও পড়ুন: COVID 19: করোনা মুক্তির পর অনিদ্রা, ক্লান্তি কেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে মানুষকে?

মঙ্গলবার সাংবাদিক  সম্মেলনে  হাজির হন অরবিন্দ কেজরিওয়াল৷ সেখনে তিনি জানান, এই মুহূর্তে দিল্লির ৭২ লক্ষ পরিবারের মাসে ১০ কেজি করে চাল পাচ্ছেন বিনামূল্যে৷ বিনামূল্যে এই রেশনের অর্ধেক খরচ যোগাচ্ছে তাঁর এএপি সরকার,বাকি অর্ধেক দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ শুধু তাই নয়, বিনামূল্যের এই রেশনের জন্য কারও রোজগার একেবারে সামান্য বলে তার প্রমাণ দিতে হবে না বলে জানান কেজরিওয়াল৷