Nusrat Jahan: 'হ্যাপি আস', বাড়িতে নতুন সদস্যের আগমনে খুশিতে উচ্ছ্বল নুসরত
নুসরত জাহান, ছবি ইনস্টাগ্রাম

কলকাতা, ৯ জুলাই: 'আমরা খুশি।' নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এমনই স্টেটাস শেয়ার করলেন নুসরত জাহান। যেখানে নুসরত (Nusrat Jahan) তাঁদের পোষ্যর সঙ্গে  অনুরাগীদের পরিচয় করিয়ে দেন। ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে সেই আভাস দিতেই অভিনেত্রীর (Actor) অসংখ্য ভক্ত খুশি হয়ে যান।

তাঁর বাড়িতে নতুন সদস্য় আসছেন। বেশ কিছুদিন ধরে সাংসদ অভিনেত্রীর (TMC MP) ইনস্টাগ্রাম হ্যন্ডেল লক্ষ্য করলে এমন আভাস মিলছিল। সম্প্রতি নিজের বাড়ির দেওয়ালে ছোট্ট ছোট্ট পায়ের ছাপও শেয়ার করতে দেখা যায় নুসরতকে। যা দেখে অনেকেই ভেবেছিলেন নুসরত বুঝি ,তাঁর আগত সন্তানের জন্য ওই ধরনের স্টেটাস শেয়ার করছেন।

আরও পড়ুন:  Shagufta Ali: ক্যানসারে আক্রান্ত শগুফতা অর্থ সঙ্কটে, অভিনেত্রীকে ৫ লক্ষের চেক মাধুরীর

তবে পরে জানা যায়, নুসরত এবং যশ (Yash Dasgupta) তাঁদের পোষ্য়কে নিয়ে ওই ধরনের স্টেটাস শেয়ার করছেন। এরপরই নতুন সদস্যের ছবি শেয়ার করে 'হ্যাপি আস' বলে স্টেটাস শেয়ার করেন নুসরত জাহান।