এনআরসি, সিএএ আন্দোলনে সোমবার থেকে ফের উত্তপ্ত দিল্লি। মঙ্গলবার সকালে মৌজপুর (Maujpur) এবং ব্রহ্মপুরীতে ফের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। একে অপরকে লক্ষ্য করে শুরু হয় পাথরবৃষ্টি। জ্বালিয়ে দেওয়া হয় বেশ কিছু মোটরসাইকেল। ঘটনাস্থলে আসে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স (র্যাফ)।
শেষ তিন দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিজের বাসভবনে স্থানীয় বিধায়ক (MLA) ও অধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি পুলিশও। সিএএ সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ চরম আকার ধারণ করায় পাঁচটি মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। বন্ধ রাখা হয়েছে স্কুল। একাধিক জায়গায় জারি হয়েছে ১৪৪ ধারা। ঘটনায় উদ্বেগ প্রকাশ বিনোদন জগতের একাংশদের। তালিকায় রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়-স্বরা ভাস্কর-অনুরাগ কাশ্যপরা। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় লিখেছেন,'অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী
হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খৃস্টানী
পূরব পশ্চিম আসে তব সিংহাসন-পাশেপ্রেমহার হয় গাঁথা।
জনগণ-ঐক্য-বিধায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে'।।
উদ্বেগ প্রকাশ করেছেন স্বরা ভাস্কর, অনুরাগ কাশ্যপরাও। অনুরাগ কাশ্যপের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে এক মারমুখী যুবক বলছে- আমাদের সঙ্গে পুলিশ আছে। জয় শ্রী রাম। সেই সঙ্গে তিনি লেখেন, 'কীভাবে প্রতিনিয়ত দেশে হিংসা ছড়ানো হচ্ছে তার নমুনা এই ভিডিয়ো। দাঙ্গাবাজরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এদের সঙ্গে বৃথা তর্খে গিয়ে কোনও লাভ নেই'। স্বরা ভাস্কর বললেন জোর করে সাম্প্রদায়িক দাঙ্গাটা শেষ পর্যন্ত বাধিয়েই দিল। আরও পড়ুন: Nirbhaya case UPdate: পিছল নির্ভয়ার দোষীদের পৃথক ফাঁসির আর্জি! ৩ মার্চ নিয়ে জল্পনা
অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী
হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খৃস্টানী
পূরব পশ্চিম আসে তব সিংহাসন-পাশে
প্রেমহার হয় গাঁথা।
জনগণ-ঐক্য-বিধায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।। pic.twitter.com/DrNWQ8rUmR
— Srijit Mukherji (@srijitspeaketh) February 25, 2020
“Go ahead and throw stones!!!!” 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽 Slow claps for @DelhiPolice
One of your own is dead because of your dereliction of duty! #DelhiPolice #DelhiBurning https://t.co/uFTc4NlAs1
— Swara Bhasker (@ReallySwara) February 24, 2020
ভারত ও আমেরিকার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। দিল্লির হায়দরাবাদ হাউসে (Hyderabad House) প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আলোচনায় বসবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এহেন পরিস্থিততে দিল্লির হিংসা নিয়ে উদ্বিগ্ন সাউথ ব্লক।