Nirbhaya case UPdate: পিছল নির্ভয়ার দোষীদের পৃথক ফাঁসির আর্জি! ৩ মার্চ নিয়ে জল্পনা
নির্ভয়াকাণ্ডে ৪ সাজাপ্রাপ্ত (Photo Credits: File Image)

নতুন দিল্লি, ২৫ ফেব্রুয়ারি: দিল্লির পাতিলায়া কোর্টে (Patiala High Court, Delhi) তৃতীয়বার নির্ভয়ার ধর্ষকদের মৃত্যু পরোয়ানা জারি হওয়ার পর আশা দেবীর (Asha Devi) আশা ছিল, ৩রা মার্চেই ফাঁসি হবে দোষীদের। কিন্তু আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের এক সিদ্ধান্তের জেরে ফের ফাঁসির দিন নিয়ে প্রশ্ন উঠল। ৩ মার্চ কি ফাঁসি হচ্ছে নির্ভয়ার চার ধর্ষকের? আজ সুপ্রিম শুনানির পর উঠছে এমন প্রশ্ন।

সেই আবেদনের শুনানিই আগামী ৫ মার্চ হবে বলে আজ জানিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি আর ভানুমতির নেতৃত্বাধী বিচারপতির বেঞ্চ। তবে একইসঙ্গে আদালত আজ জানিয়ে দিয়েছে, আগামী কয়েকদিনের আইনি প্রক্রিয়া পর্যবেক্ষণ করেই এই সংক্রান্ত শুনানি হবে। দ্য হিন্দুর খবর অনুযায়ী একই অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত একাধিক অপরাধীর ফাঁসি একইসঙ্গে দিতে হবে। এদিকে নানা আইনি ফাঁকফোঁকর খুঁজে বারবার ফাঁসির দিন পিছিয়ে দিচ্ছিলেন দোষীদের আইনজীবীরা। দোষীদের পৃথক মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে দিল্লি হাইকোর্টে সম্প্রতি আবেদন করেছিল কেন্দ্রীয় সরকার। খারিজ হওয়ার পর শীর্ষ আদালতে (Supreme Court) গিয়েছেন কেন্দ্রীয় আইনজীবীরা। আরও পড়ুন: Delhi Violence Over CAA: রিভলভার উঁচিয়ে তেড়ে যাওয়া শাহরুখকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ

এরমধ্যে ৩ মার্চ যদি চার ধর্ষকের ফাঁসি হয়ে যায়, তবে ৫ মার্চের শুনানির কোনও যুক্তি থাকবে না। প্রসঙ্গত, চার দোষী- মুকেশ সিং, বিনয় শর্মা (Binoy Sharma), অক্ষয় ঠাকুর এবং পবন গুপ্তের মধ্যে পবন বাদে বাকি তিনজনই সমস্ত আইনি বিকল্প শেষ করে ফেলেছে। পবন এখনও সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করতে পারে।