নতুন দিল্লি, ২৫ ফেব্রুয়ারি: গায়ে লাল টি শার্ট ও ব্লু জিন্স। হাতে রিভলভার হাতে সে তেড়ে যাচ্ছে পুলিশের দিকে। সোমবার দিল্লির (Delhi) রাস্তায় দেখা গেছিল এমনই এক যুবককে। নিমেষে তাঁর ছবি ছয়লাপ হয়ে যায় সোশাল মিডিয়ায়। সেই যুবককে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। জানা যাচ্ছে, ধৃত যুবকের নাম শাহরুখ (Shahrukh)। তাঁকে রাতেই আটক করা হয়েছিল। দিল্লির শাহদারা এলাকার বাসিন্দা বছর ৩৩-র শাহরুখ। অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে রিভলভার হাতে জাফরাবাদ থেকে মৌজপুরের দিকে হেঁটে আসছে শাহরুখ নামের ওই যুবক। মুখোমুখি হয় এক পুলিশকর্মীর। তারপর পুলিশকর্মীর থেকে খানিক তফাতে গিয়ে শূন্যে গুলি চালাতেও দেখা গিয়েছে এই যুবককে। হাত নাড়িয়ে পুলিশকে পিছু হঠতেও বাধ্য করে ওই যুবক। পুলিশের অনুমান, ঘটনাস্থানের পাশের কোনও বাড়ির ছাদ থেকে মোবাইলে তোলা হয়েছিল এই ভিডিয়ো। এই ভিডিয়ো বিজেপি নেতা সম্বিত পাত্র টুইটারে পোস্ট করেছেন।
গতকাল থেকে জ্বলছে দিল্লির (Delhi) বেশ কয়েকটি এলাকা। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭। তাঁদের মধ্যে একজন পুলিশকর্মী। বাকি ৬ জন সাধারণ নাগরিক। আহতর সংখ্যা ১০৫। আজ সকালেও কয়েকটি জায়গায় অশান্তির খবর পাওয়া গেছে। পরিস্থিতি পর্যালোচনা করতে আজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal) ও দিল্লি উপ রাজ্যপাল অনিল বাইজলের (Lieutenant Governor Anil Baijal) সঙ্গে জরুরি বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। বৈঠকে থাকবেন দিল্লি পুলিশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের শীর্ষ আধিকারিকরা। থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। আরও পড়ুন: Melania Trump Attends Happiness Class: দিল্লির সরকারি স্কুলের খুশি ক্লাসে এলেন মেলানিয়া ট্রাম্প, দেখুন ছবি ও ভিডিও
Sambit Patra (@sambitswaraj) Tweeted:
Headmaster’s Son??#Shahrukh pic.twitter.com/le1LDx4kLY (https://t.co/osMjZZkvuN)
— NIMESH PANIA (@NimeshPania) February 25, 2020
গতকালের সংঘর্ষের পর আজ থমথমে দিল্লির (Delhi) বিভিন্ন এলাকা। মঙ্গলবার সকাল থেকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির মৌজপুর (Maujpur) ও ব্রহ্মপুরী (Brahampuri)এলাকা। সেখানে দুটি দল একে অপরকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে। পুলিশকে লক্ষ্য করেও পাথরবৃষ্টি শুরু হয়েছে। মুখ ঢেকে পাথর ছুড়তে দেখা যায় কয়েকজনকে। আগুন লাগানো হয় ২টি গাড়িতে। এলাকায় টহল দিচ্ছে RAF। অশান্তির আশঙ্কায় বন্ধ ৫টি মেট্রো স্টেশন। জাফরাবাদ, মৌজপুর-বাবারপুর, গোকুলপুরি, শিব বিহার ও জোহরি এনক্লেভ মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে কোনও ট্রেন দাঁড়াবে না। ওই এলাকায় ১৪৪ ধারাও জারি হয়েছে। দিল্লির আরও ১০ জায়াগায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।