ছবি ট্য়ুইটার

চণ্ডীপুর, ২৫ মে: চণ্ডীপুর এলাকার মানুষের পাশে দাঁড়ালেন সোহম চক্রবর্তী। ঘূর্ণিঝড় য়াসের (Cyclone Yaas) প্রভাবে যাতে তাঁর বিধানসভা এলাকার মানুষ কোনওভাবে ভয় পেয়ে না যান, তার জন্য নিজে পরিস্থিতি তদারক করছেন অভিনেতা বিধায়ক।

মঙ্গলবার চণ্ডীপুর এলাকায় সাধারণ মানুষের সঙ্গে দেখা যায় সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। করোনাকালে (Corona) কোনওভাবে য়াসের থাবায় সাধারণ মানুষের জীবন বিপন্ন না হয়, তার জন্য সমস্ত ধরনের প্রচেষ্টা চালোনা হচ্ছে বলে জানান তৃণমূল কংগ্রেসের (TMC) এই বিধায়ক।

আরও পড়ুন:  Cyclone Yaas: আসছে ঘূর্ণিঝড় য়াস, চণ্ডীপুরের মানুষের পাশে থেকে সাহায্য বিধায়ক সোহম চক্রবর্তীর

নিজের সোশ্যাল হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন সোহম চক্রবর্তী। যেখানে তিনি জানান, পূর্ব মেদিনীপুরের এই এলাকায়  যে ত্রাণ শিবিরগুলি খোলা হয়েছে, সেখানে কী ধরনের কাজ হচ্ছে তা খতিয়ে দেখতেই তিনি পরিদর্শনে বের হন। শুধু তাই নয়, ত্রাণ শিবিরগুলিতে যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে বলে জানান সোহম চক্রবর্তী।