ক দিন আগেই ৯০তম জন্মদিনে শ্যাম বেনেগাল। (Photo Credits: X)

জাকির হুসেনের পর এবার শ্যাম বেনেগল (Shyam Benegal)। এক সপ্তাহের মধ্যে ভারতীয় বিনোদন-শিল্প জগতে জোড়া নক্ষত্রপতন। ভারতীয় সিনেমার কিংবদন্তি শ্যাম বেনেগল ৯০ বছর বয়সে প্রয়াত হলেন। গত ১৪ ডিসেম্বর তাঁর ৯০তম জন্মদিন পালিত হয়েছিল। দীর্ঘদিন ধরে কিডনি জনিত সমস্যা ভূগছিলেন এই বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা। গত সপ্তাহেই শ্যাম বেনেগলের জন্মদিন পালন করেছিলেন শাবনা আজমি, নাসিরুদ্দিন শাহ-র মত তারকা অভিনেতারা। শ্যাম বেনেগলের বেশ কিছু সিনেমায় শাবনা, নাসিরুদ্দিন অভিনয় করে দর্শকদের হৃদয় জেতেন।

শ্যাম বেনেগলের মৃত্য়ুতে শোকস্তব্ধ বলিউড। বিশিষ্ট পরিচালক শেখর কাপুর সবার আগে শ্যাম বেনেগলের মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেন।

দেখুন শ্য়াম বেনেগলের স্মৃতিতে শেখর কাপুরের টুইট 

He created ‘the new wave’ cinema. #shyambenegal will always be remembered as the man that changed the direction of Indian Cinema with films like Ankur, Manthan and countless others. He created stars out great actors like Shabama Azmi and Smita Patil. Farewell my friend and guide pic.twitter.com/5r3rkX48Vx

— Shekhar Kapur (@shekharkapur) December 23, 2024

কী কী পুরস্কার পান শ্যাম বেনেগল--

১) দাদা সাহেব ফালকে- ২০০৫ সালে

২) পদ্মশ্রী- ১৯৭৬ সালে

৩) পদ্ম বিভূষণ- ১৯৯১ সালে

৪) জাতীয় পুরস্কার (মোট ১৮ বার)

৫) অল লাইন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার-লাইফটাইম অ্যাচিভমেন্ট

শ্যাম বেনেগলের সেরা সিনেমাগুলি--

১) অঙ্কুর (১৯৭৪), ২) ভূমিকা (১৯৭৭), ৩) জুবেদা (২০০১), ৪) জুনুন (১৯৭৯), ৫) নিশান্ত (১৯৭৫), ৬) নেতাজি সুভাষ চন্দ্র বোস: দ্য ফরগটেন হিরো (২০০৫), ৭) দ্য মেকিং অফ মহাত্মা (১৯৯৬) , ৮) মন্থন  (২০০৮), ৯) হারি-ভারি (২০০০), ১০) মুজিব: দ্য মেকিং অফ নেশন (২০২৩)।