Aryan Khan was released from jail (Photo: ANI)

মুম্বই, ৩০ অক্টোবর: জেল থেকে ছাড়া পেলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান (Aryan Khan)। খানিক আগেই তিনি আর্থার রোড জেল (Arthur Road Jail) থেকে বেরিয়েছেন। ছেলেকে নিতে এসেছিলেন শাহরুখ। ইতিমধ্যেই আরিয়ান বাড়ি মন্নতে পৌঁছে গিয়েছেন।

গতকাল সঠিক সময়ে কাগজপত্র না পৌঁছনোই আরও একটি রাত জেলেই কাটাতে হয়েছে আরিয়ানকে। বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট প্রমোদতরীতে মাদক কাণ্ডে জামিন পান ২৩ বছরের আরিয়ান। ১ লাখের বন্ডে স্বাক্ষর করে শাহরুখ পুত্রের জামিনদার হন জুহি (Juhi Chawla)। শুক্রবার সমস্ত নিয়ম মেনে ছেলেকে নিয়ে বাড়ি ফিরতে মুম্বইয়ের আর্থার রোড জেলে হাজির হন শাহরুখ খান। কিন্তু সময় মতো জেলে আরিয়ানের জামিনের নথি পৌঁছয়নি।

দেখুন ছবি ও ভিডিয়ো: 

পিটিআই-কে এক জেল আধিকারিক বলেন, "আমরা কাউকে বিশেষ সুবিধা দেব না। আইন সবার জন্য সমান। জামিনের কাগজপত্র পাওয়ার সময়সীমা ছিল বিকাল সাড়ে ৫টা। তা পার হয়ে গেছে। তাই তাঁকে মুক্তি দেওয়া হবে না।"