Salman Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ১৫ সেপ্টেম্বর: পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে কারা খুন করেছে, সেই কিনারা এখনও হয়নি। সিধু মুসেওয়ালাকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের লোকেরা খুন করেছে বলে পাঞ্জাব এবং দিল্লি পুলিশের তরফে একাধিক তথ্য প্রমাণ জোগাড় করা হচ্ছে। এসবের মাঝে এবার প্রকাশ্যে আসছে 'লরেন্স বিষ্ণোইয়ের' হিট লিস্টে নাম ছিল সলমন খানের (Salman Khan)। গত ৪ বছর ধরে বলিউড (Bollywood) তারকা সলমন খানকে খুনের প্ল্যান শুরু করে লরেন্স বিষ্ণোই।

বর্তমানে পাঞ্জাব পুলিশের হেফাজতে রয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে খুনের বিষয়ে চলছে বিষ্ণোইকে জেরা। এসবের মাঝে প্রকাশ্যে আসে লরেন্স বিষ্ণোইয়ের 'প্ল্যান বি'। যেখান থেকে প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য জানা যায়, গত ৩ মাস ধরে সলমন খানকে খুনের চেষ্টা করছিল লরেন্স বিষ্ণোইয়ের দলবল। এমনকী, সলমন খান যখন তাঁর পানভেলের বাগান বাড়িতে ছুটি কাটাচ্ছিলেন, সেই সময়ও যদি বলিউড তারকাকে খুন করা যায়, সে বিষয়ে ছক কষতে শুরু করে লরেন্স বিষ্ণোই।

দিল্লির তিহাড় জেলে বসেই সলমন খানকে খুনের ছক কষে লরেন্স বিষ্ণোই গ্যাং। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই ছড়িয়েছে চাঞ্চল্য।