মুম্বই, ৫ ডিসেম্বর: বাবা সিদ্দিকিকে (Baba Siddiqui) সম্প্রতি খুন করে লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi) গ্যাং। বাবা সিদ্দিকির খুনের পর বিষ্ণোই গ্যাংয়ের তরফে জানানো হয়, তারা সলমন খানের (Salman Khan) ঘনিষ্ঠদের উপর হামলা চালাবে। সলমনের পাশে যাঁরা থাকবেন, তাঁরা কোনওভাবে পার পাবেন না বলে হুমকি দেয় লরেন্স বিষ্ণোই গ্যাং। রিপোর্টে প্রকাশ, মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার আধিকারিকরা জানান, লরেন্স বিষ্ণোই গ্যাং সলমন খানকে খুন করতে চেয়েছিল। তারা কোনওভাবে সলমনকে ছাড়তে চায়নি। তবে সলমন খানের চারপাশে ওই সময় কড়া নিরাপত্তার মোড়ক থাকায়, বিষ্ণোই গ্যাং অভিনেতার দিকে চোখ তুলে তাকাতে পারেনি। ফলে সলমন খানের উপর থেকে নজর সরিয়ে বিষ্ণোই গ্যাং বাবা সিদ্দিকিকে নিশানা করে। ফলে গত ১২ অক্টোবর পূর্ব ব্যান্দ্রায় অফিসের সামনে বাবা সিদ্দিকিকে খুন করে লরেন্স বিষ্ণোই গ্যাং। প্রকাশ্য রাস্তায় একের পর একবাবে গুলি চালানো হয় বাবা সিদ্দিকিকে লক্ষ্য করে। ফলে লুটিয়ে পড়েন বাবা সিদ্দিকি। আশঙ্কাজনক অবস্থায় বাবা সিদ্দিকিকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হলে, সেখানেই তাঁর মৃত্যু হয়। যা নিয়ে উত্তাল হয়ে ওঠে মহারাষ্ট্রের রাজনীতি।
আরও পড়ুন: কেন্দ্রে প্রবেশ সলমন খানের, ভিডিয়োতে দেখুন কোথায় হাজির বলিউড অভিনেতা
এরপরই সলমন খানের নিরাপত্তা আরও জোরদার করা হয়। কোনওভাবে সলমন খানের আশপাশেও যাতে মাছি গলতে না পারে, সেই ব্যবস্থা করা হয় মুম্বই পুলিশের তরফে।
এসবের পাশাপাশি পুলিশ আধিকারিকরা আরও জানতে পারেন, বাবা সিদ্দিকির পাশাপাশি তাঁর ছেলে জিশানকেও নিশানা করে বিষ্ণোই গ্যাং। তবে গত ১২ অক্টোবর কোনওক্রমে বিষ্ণোই গ্যাংয়ের হাত থেকে জিশান সিদ্দিকি রক্ষা পেয়ে যান।