Pakistani Minister against Priyanka Chopra: বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) ইউনিসেফ- এর (UNICEF) পদে ২০১৬ থেকে শুভেচ্ছা দূতের (UNICEF Goodwill ambassador) পদে ছিলেন। ইউনিসেফ- এর অনেক বিজ্ঞাপনেও তাঁকে দেখা গিয়েছে। আজ বুধবার পাকিস্তানের মানবাধিকার মন্ত্রী (Minister for Human Rights) শিরীন মাজারি ইউনিসেফ- এ চিঠি দিয়ে তাঁকে সেই পদ থেকে বহিস্কার করার দাবি জানান।
মন্ত্রী শিরীন মাজারি (Shireen Mazari) জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া পুলওয়ামা জঙ্গি (Pulwama attack) আক্রমণের পর ভারত- পাকের (India-Pakistan) সংবেদনশীল সময়ে ভারতের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় বার্তা জানিয়েছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী তিনি ইউনিসেফ এর একটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তাঁর মত ও প্রতিক্রিয়া মানুষের মধ্যে ভাবনার সৃষ্টি করে। তাই তিনি ইটা ঠিক কাজ করেন নি। আরও পড়ুন, পরিণীতি চোপড়া-র মুখে রক্ত, বাথটবে স্নান করতে করতে কাঁদছেন
পাকিস্তানের মানবাধিকার মন্ত্রী শিরীন মাজারি চিঠিতে ঠিক যা জানিয়েছেন তা হল, ' প্রিয়াঙ্কা চোপড়া প্রকাশ্যে ভারত সরকারের পক্ষে বার্তা দিয়েছিলেন। এছাড়াও ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে পারমাণবিক হুমকি দিয়েছিল তাও তিনি সমর্থন করেছিলেন। এই সবকিছু করে তিনি শুভেচ্ছা দূতের মর্যাদা বজায় রাখতে অসমর্থ। সুতরাং, তাঁকে এই পদ থেকে সরানো উচিত।'
Sent letter to UNICEF chief regarding UN Goodwill Ambassador for Peace Ms Chopra pic.twitter.com/PQ3vwYjTVz
— Shireen Mazari (@ShireenMazari1) August 21, 2019
প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা উঠে যাওয়ার কিছুদিন পর, লস এঞ্জেলেসে (Los Angeles) অনুষ্ঠিত বিউটি কন্টেস্টে এক পাকিস্তানী মেয়ে প্রিয়াঙ্কা চোপড়াকে ভন্ড বলে। বালাকোট এয়ারস্ট্রাইকে ভারতীয় সেনাবাহিনীকে ( Indian Army) উদ্দেশ্য করে 'জয় হিন্দ' কমেন্ট করেছিলেন। এটাই পাকিস্তানের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।