Sonu Nigam (Photo Credits: X)

নয়াদিল্লিঃ পহেলগাঁও জঙ্গিহানার (Pahalgam Terror Attack) পর বেঙ্গালুরুর (Bengaluru) একটি কলেজে (College) অনুষ্ঠানে গিয়ে জঙ্গি হামলা প্রসঙ্গে 'বেঁফাস' মন্তব্য করে আইনি জটিলতায় জিড়ান গায়ক সোনু নিগম (Sonu NIgam)। বেঙ্গালুরু গ্রামীণ জেলার আভালাহাল্লী থানায় এফআইআর দায়ের হয় সোনুর বিরুদ্ধে। সেই এফআইআর যাতে তুলে নেওয়া হয় তার জন্য কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন গায়ক। এবার এই মামলায় গায়ক সোনুকে স্বস্তি দিল কর্ণাটক আদালত। এদিন সোনুর বিরুদ্ধে কোনও জবরদস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি আদালতের তরফে। তবে পরবর্তীতে এই মামলায় সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে গায়ককে। মামলাটি মিডিয়া রিপোর্ট এবং তৃতীয় পক্ষের অভিযোগের ভিত্তিতে করা হয়েছিল বলে জানান সোনুর আইনজীবী। এদিন মক্কেলের হয়ে জনসাধারণের কাছে ক্ষমা চেয়ে নেন সোনুর আইনজীবী। আরও পড়নঃ কন্নড়দের অনুভূতিতে আঘাত! হাইকোর্টের দ্বারস্থ সোনু নিগম

কী নিয়ে বিতর্কের সূত্রপাত?

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ভয়াবহ জঙ্গিহানায় মৃত্যু হয় ২৫ জন পর্যটক ও এক স্থানীয় ঘোড়া চালকের। নাম ও ধর্ম পরিচয় জেনে বেছে বেছে খুন করা হয় ২৫ জন পর্যটককে। এই ঘটনাকে কেন্দ্র করে যখন উত্তাল গোটা দেশ তখন গত ২৬ এপ্রিল বেঙ্গালুরুর কলেজে শো করতে যান সোনু নিগম। গায়ককে কন্নড় ভাষায় গান গাইতে অনুরোধ করায় মেজাজ হারান সোনু। মঞ্চে দাঁড়িয়ে সোনু বলেন, "আমি অনেক ভাষায় গান জানি। কন্নড় ভাষাতেও জানি। আমি কর্ণাটককে ভালবাসি। অনেক শ্রদ্ধা নিয়ে এখানে আসি।" এবার কন্নড় গান শুনতে চাওয়া যুবককে লক্ষ্য করে সোনু বলেন, "ওঁ হয়তো তখন জন্মাননি যখন থেকে আমি কন্নড় ভাষায় গান গাই। যেভাবে ওঁ 'কন্নড় কনড়' বলে চেঁচালেন তা আমার মোটেই পছন্দ হয়নি। এইসব আচরণের জন্যই পহেলগাঁওয়ের মতো ঘটনা ঘটে।" আর সোনুর এই মন্তব্য ভাইরাল হতেই বিভিন্ন মহলে নিন্দের ঝড় ওঠে।