
Kamal Haasan Kannada Remark Row: সামনেই মুক্তি পেতে চলেছে কমল হাসানের ছবি 'থাগ লাইফ' (Thug Life)। ছবি মুক্তির মুখে কর্ণাটক ভাষা বিতর্ক ঘিরে এবার আরও জটিলতায় জড়িয়ে পড়ছেন দক্ষিণী সুপারস্টার। তাঁর ছবি বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মন্ত্রী। বিতর্কিত মন্তব্যের জন্যে ক্ষমা না চাইলে কমলের ছবি কর্ণাটকে নিষিদ্ধ ঘোষণা করা হবে, শুক্রবার স্পষ্ট এমনটাই জানিয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী শিবরাজ তঙ্গাদাগি।
আরও পড়ুনঃ 'ভুল করিনি, ক্ষমা চাইব না', কন্নড় ভাষা বিতর্কের মাঝে দৃঢ় বার্তা কমল হাসানের
কন্নড় ভাষার উৎপত্তি ঘিরে বিতর্কিত মন্তব্য করে এবার নিজভূমেই কোণঠাসা হয়ে পড়েছেন দক্ষিণী হিরো কমল হাসান। সম্প্রতি অভিনেতা মন্তব্য করেন, 'কন্নড় ভাষার উৎপত্তি তামিল ভাষা থেকে'। কমলের এই মন্তব্য ঘিরে দক্ষিণী রাজ্যে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। অভিনেতার কাছে জনসমক্ষে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে কন্নড়পন্থী বিভিন্ন গোষ্ঠী। থানায় দায়ের হয়েছে অভিযোগ।
কমলের ছবি বন্ধের হুঁশিয়ারি
রাজু জুড়ে যখন বিতর্ক তুঙ্গে ঠিক সেই সময়ে কমল স্পষ্ট জানালেন, তিনি কোন ভুল করেননি তাই চাওয়ার কোন প্রশ্নই নেই। এরপর পরিস্থিতি আরও জটিল হতে শুরু করে। কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্স (কেএফসিসি) সিদ্ধান্ত নেয়, অভিনেতা ক্ষমা না চাইলে প্রদর্শক এবং পরিবেশকরা তাঁর ছবি প্রদর্শন করবেন না। কেএফসিসি-র সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে মন্ত্রী শিবরাজ কার্যত হুঁশিয়ারির সুরে জানান, কন্নড় ভাষা সম্পর্কে নিজের করা মন্তব্যের জন্য কমল হাসান যদি ক্ষমা না চান তাহলে কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্সের (কেএফসিসি) সিদ্ধান্ত অনুসারে অভিনেতার ছবি রাজ্যে নিষিদ্ধ করা হবে।
সদ্য চেন্নাইয়ে তাঁর আসন্ন ছবি 'থাগ লাইফ'এর (Thug Life) প্রচার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা কমল হাসাল (Kamal Haasan)। সেখানে তিনি বলেন, 'কন্নড় ভাষার উৎপত্তি তামিল ভাষা থেকে'। সেই থেকে যাবতীয় বিতর্কের সূতপাত। কন্নড়পন্থী বিভিন্ন গোষ্ঠী এবং সংগঠন যখন অভিনেতাকে ক্ষমা চাওয়ার জন্যে দাবি তুলেছে সেই সময়ে শুক্রবার সাংবাদিকদদের সামনে ৭০ বছরের কমল দৃঢ় কণ্ঠে বলেন, 'আমি যদি ভুল করি, আমি ক্ষমা চাইব। কিন্তু আমি যদি কোন ভুল না করি, আমি ক্ষমা চাইব না। এটাই আমার জীবনের নীতি'। যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।