ঢাকা, ২২ অক্টোবর: বাংলাদেশে (Bangladesh) অনুষ্ঠিত হয়ে গেল ভারত-বাংলা চলচ্চিত্র সম্মান ২০১৯ (Indo-Bangla Film Awards 2019)। গতকাল অর্থাৎ সোমবার অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। ভারত এবং বাংলাদেশে বিনোদন শিল্পের প্রসারে এই পুরস্কারের আয়োজন করা হয়। চলতি বছরেই এই অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠান স্থল হিসেবে বেছে নেওয়া হয় বাংলাদেশের রাজধানী ঢাকাকে (Dhaka)। সেইমত সোমবার সন্ধেয় বাংলাদেশের বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রী মিলনায়তনে শুরু হয় দুই বাংলার চলচ্চিত্র সম্মানের এই অনুষ্ঠান।
সেরা চলচ্চিত্রের সম্মান পেয়েছে বাংলাদেশের ‘দেবী’ও ভারতের ‘নগর কীর্তন।’জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছে বাংলাদেশের 'পাসওয়ার্ড' এবং ভারতের 'বোমকেশ গোত্র।' জনপ্রিয় নায়িকা ক্যাটাগরিতে পুরস্কার ছিনিয়ে নিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং বাংলাদেশের জয়া এহসান। এছাড়া সেরা প্রধান চরিত্রে অভিনেত্রী হিসেবেও পুরস্কার পেয়েছেন জয়া আহসান এবং ভারতের পাওলি দাম। সিনেমার প্রধান চরিত্রের জন্য সেরা অভিনেতা হয়েছেন বাংলাদেশের সিয়াম ও ভারতের প্রসেনজিৎ চ্যাটার্জি । পপুলার অ্যাকটর অব দ্য ইয়ার বাংলাদেশের শাকিব খান ও ভারতের জিৎ। শ্রেষ্ঠ পরিচালক হয়েছেন বাংলাদেশের নাসির উদ্দিন ইউসুফ ও ভারতের সৃজিত মুখার্জি। সেরা স্ক্রিপ্ট রাইটার পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের ফেরারী ফরহাদ এব অং ভারতের পরমব্রত চ্যাটার্জি। সেরা সিনেমাটোগ্রাফারের পুরস্কার ছিনিয়ে নিয়েছেন বাংলাদেশের কামরুল হাসান খসরু এবং ভারতের সৃজিত মুখার্জি। ভিডিও এডিটর হিসেবে বাংলাদেশের তৌহিদ হোসেন চৌধুরী ও ভারতের সংলাপ ভৌমিক পুরস্কার পেয়েছেন। সেরা মিউজিক ডিরেক্টর বাংলাদেশের হৃদয় খান ও ভারতের বিক্রম ঘোষ। সেরা পুরুষ প্লে-ব্যাক সিঙ্গার ইমরান ও ভারতের অনির্বান ভট্টাচার্য। সেরা মহিলা প্লেব্যাক সিঙ্গার বাংলাদেশের ক্ষেত্রে যৌথভাবে সোমনুর মনির কোনাল ও ফাতেমাতুজ জোহরা ঐশী। ভারতের ক্ষেত্রে নিকিতা নন্দী। সেরা পার্শ্ব চরিত্রাভিনেতা বাংলাদেশের ইমন ও ভারতের অর্জুন চক্রবর্তী। সেরা পার্শ্ব চরিত্র অভিনেত্রী বাংলাদেশের জাকিয়া বারী মম ও ভারতের সুদীপ্তা চক্রবর্তী। বিশেষ জুরি অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের তাসকিন রহমান ও বিদ্যা সিনহা মীম এবং ভারতের রুদ্রনীল ঘোষ ও আবীর চ্যাটার্জি এবং নবনী। চলচ্চিত্রের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম ও ভারতের কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিককে আজীবন সম্মাননা প্রদান করা হয়। তাদের হাতে ক্রেস্ট তুলে দেন পরিচালক গৌতম ঘোষ ও প্রসেনজিৎ চ্যাটার্জি। আরও পড়ুন: Maharashtra Assembly Polls 2019: সকাল সকাল ভোট দিলেন আমির খান, কিরণ রাও, জেনেলিয়া দেশমুখরা; লাইনে সেলেবদের দেখে উচ্ছ্বসিত আমজনতা
#EkJeChhiloRaja wins Best Director & Cinematographer (@GairikSarkar) #VinciDa wins Best Actor (Special Jury Mention) for Rudranil Ghosh & #ShahJahanRegency wins Best Playback for Anirban Bhattacharya for #KichhuChainiAami @ 1st Bharat Bangladesh Awards. Congrats to all the teams! pic.twitter.com/T8aYgEYoam
— Srijit Mukherji (@srijitspeaketh) October 22, 2019
ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া ও বসুন্ধরা গ্রুপের উদ্যোগে এই পুরস্কার অনুষ্ঠানটি নিবেদন করেছে টিএম ফিল্মস। এদিন অনুষ্ঠান শেষ হতে রাত প্রায় ২টো বেজে যায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কলকাতার মীর আফসার আলী এবং গার্গি রায় চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কৌশিক গাঙ্গুলি, দেবজ্যোতি মিশ্র, ইন্দ্রজিৎ সেনগুপ্ত, পরীমনি, পূজা চেরি, নুসরাত ফারিয়া, মৌসুমী, ওমর সানী, নীরব, সহ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি ফেরদাউসুল হাসান, বিবিএফএ- এর সমন্বয়ক তপন রায়, পশ্চিমবঙ্গের পর্যটক মন্ত্রী ব্রাত্য বসু এবং টিএম ফিল্মসের চেয়ারপার্সন ফারজানা মুন্নী।