রানু মণ্ডলকে নিয়ে লতা মঙ্গেসকরের মন্তব্যের ভুল ব্যাখা করেছে নেটিজেনরা, বাংলার সেনসেশনের পাশে হিমেশ রেশমিয়া
রানু মণ্ডল ও হিমেশ রেশমিয়া। (Photo Credits: Instagram)

মুম্বই, ১২ সেপ্টেম্বর: রানু মণ্ডল (Ranu Mondol)-এর স্বপ্ন সত্য়ি হওয়ার কারিগর তিনি। রানু মণ্ডলকে বলিউডে সুযোগ দেওয়ার পিছনে বড় ভুমিকা নিয়েছেন জনপ্রিয় গায়ক-অভিনেতা-সঙ্গীতকার হিমেশ রেশমিয়া (Himesh Reshamiya)। রানু-র পাশে সব সময় দাঁড়াচ্ছেন হিমেশ। রানুর গান নিয়ে লতা মঙ্গেসকরের মন্তব্য নিয়ে হিমেশ বললেন, '' কারও হুবহু নকল করে কপি করা খারাপ, তবে অনুপ্রেরণা সবার থাকে।'' রানু লতাজি-কে কপি করে না, অনুপ্রেরণা হিসাবে দেখে বলে হিমেশ জানালেন।

গতকাল, বুধবার মুম্বইতে 'হ্যাপি হার্ডি অ্যান্ড হির'সিনেমার নতুন গানের লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানু মন্ডল ও হিমেশ রেশমিয়া। সোশ্যাল মিডিয়ায় এর মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে মধ্যে 'তেরি মেরি কাহানি'। সাংবাদিকদের সামনে রানুর জীবনের কাহিনি বলতে গিয়ে আবেগ ধরা পড়ে হিমেশের গলায়। আরও পড়ুন-#MeToo অভিযুক্তের সঙ্গে কাজ করছেন আমীর খান? খেপে গেলেন তনুশ্রী দত্ত

চমকপ্রদ উত্থানের পর রানুকে নিয়ে লতা মঙ্গেসকরের কথার নেগিটিভ দিকটা নিয়ে  আলোচনা  রানু মণ্ডলের পাশে দাঁড়িয়ে হিমেশ রেশমিয়া বললেন , " রানুকে নিয়ে লতাজির বক্তব্যের ভুল ব্যাখা হয়েছে। আমার মনে হয়, লতাজি কেন এই মন্তব্য করেছেন, সেটা সকলের বোঝা উচিত।'' হিমেশ বলেন, "আমার মতে, কোনও গায়ককে অনুকরণ করলে শেষমেশ তার ফল ভাল হয় না।" তবে হিমেশের কথায়, "আমার মনে হয়, কারও থেকে অনুপ্রেরণা পাওয়াটাও বেশ গুরুত্বপূর্ণ।"আরও পড়ুন- কাশ্মীর ইস্যুতে কার্যত হার স্বীকার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর

রানু-র বিষয়ে বলতে গিয়ে কুমার শানুর প্রসঙ্গ তুলে হিমেশ বলেন, "কুমার শানুও নিজেই বহুবার জানিয়েছেন যে তিনি কিশোর কুমারের গান থেকে অনুপ্রাণিত। একইভাবে আমরা সবাই কোনও না কোনওভাবে নানা ব্যক্তির থেকে অনুপ্রাণিত।"