Kangana Ranaut: আন্দোলনরত কৃষকদের খালিস্তানি বলায় কঙ্গনা রানওয়াতের বিরুদ্ধে FIR
Kangana Ranaut (Photo Credit: Instagram)

কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকদের দেশবিরোধী খালিস্তানী (Khalistani) অ্যাখা দিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হয়েছিলেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানওয়াত (Kangana Ranaut)। এবার এই কারণে কঙ্গনা রানওয়াতের বিরুদ্ধে এফআইআর জারি করা হল। আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে তিনটি কৃষি আইন প্রত্যাহার করার ঘোষণা করেন।

তিন কৃষি আইন প্রত্যাহার করায় ক্ষোভ প্রকাশ করেছিলেন কঙ্গনা। কঙ্গনার বিরুদ্ধে FIR অবশ্য নতুন নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর কথা বলায় উল্টোডাঙ্গা থানাতেও  কঙ্গনার নামে এফআইআর জারি করা হয়েছিল। আরও পড়ুন:  কিরণের সঙ্গে বিচ্ছেদের পর তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান? খবর ভাইরাল

দেখুন টুইট

নিজের সোশ্যাল হ্যান্ডেলে কঙ্গনা কৃষি আইন প্রত্যাহারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন কঙ্গনা। বলিউডের বিতর্কিত এই নায়িকা বলেছিলেন, 'এঁদের ঠাণ্ডা করতে স্বৈরাচারী প্রয়োজন।' কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তকে 'দুঃখজনক' এবং 'লজ্জাজনক' বলে মন্তব্য করেছিলেন কঙ্গনা।