Vicky Kaushal- Katrina Kaif Wedding Date: মে মাসের গরমে নয়, ডিসেম্বরের শীতেই গাঁটছড়া বাঁধছেন ভিকি-ক্যাটরিনা
Katrina Kaif, Vicky Kaushal (Photo Credit: Instagram)

আসছে ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।ডিসেম্বরের সাত থেকে নয় তারিখের মধ্যেই সোয়াই মাধোপুরের এক রিসর্টে বসতে চলেছে বিবাহ বাসর। কাছেই রণথোম্বর ন্যাশনাল পার্ক। ক্যাটের ইচ্ছে, তাঁর বিয়ে হোক সমস্তরকম আচার অনুষ্ঠান মেনে। তাই তো ডিসেম্বরে হচ্ছে কাঙ্ক্ষিত অনুষ্ঠান। কারণ ভিকি চেয়েছিলেন , হাতে থাকা ছবির শ্যুটিং সেরে তারপর বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছে ছিল তাঁর। তেমনটা হলে বিয়ের দিন মে মাসে পড়ত। রাজস্থানে মে মাসে বিয়ে, ভাবাই যায় না। তাছাড়া ক্যাটরিনা ফাঁকা জায়গায় বিয়ের আচার অনুষ্ঠান করতে চেয়েছেন। মে মাসের তাপপ্রবাহে তা সম্ভব নয়। তাই আগেই হবে বিয়ে।

ভাবী বর-কনের ঘনিষ্ঠ এক সূত্রের খবর, বিয়ের সাজগোজ, খাওয়াদাওয়া, ডেস্টিনেশন, আমন্ত্রিতের তালিকা সব তৈরি করে ফেলেছেন ক্যাটরিনা। আর বিয়েতে দুজনেই পরবেন পোশাক শিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাক। এখন শুধু দিন গোনার অপেক্ষা। এই মুহূর্তে অক্ষয় কুমারের সঙ্গে সূর্যবংশী ছবির প্রোমোশনে ব্যস্ত ক্যাটরিনা। এরপরে  বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করতে লম্বা ছুটি নিয়েছেন।